ঠিক ১০০ বছর আগে ভয়াবহ মহামারী সাক্ষ্য হয়েছিল বিশ্ব। পৃথিবীর মানব ইতিহাসে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটে ছিল এই মহামারিতে। প্রায় ৬ কোটির অধিক মানুষ মৃত্যু বরন করেছিল। ১৯১৮ সালে শুরু হয় এযাবত কালের ভায়াবহ মহামারি।তখনো কোন কার্যকরি ঔষধ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা।
স্পানিশ ফ্লু নামে এই মহামারী শুরু হয় চীন থেকে। চীনা শ্রমিকদের মধ্য থেকে কানাডা হয়ে দ্রুত ছড়িয়ে পরে ইউরোপ ও আমেরিকায়। তবে মাদ্রিদে মহামারি আকারে ছড়িয়ে পরায় এর নাম রাখা হয়ে ছিল স্প্যানিশ ফ্লু। এখানে আক্রান্ত হয়ে ছিল ৮০ লক্ষ মানুষ। গোটা বিশ্বে সংক্রমনের সংখ্যা দাড়ায় ৫০ কোটি।পৃথিবীর এমন কোন অঞ্চল ছিল না যে এই রোগ ছড়ায় নাই। এই স্প্যানিশ ফ্লুতে পাক-ভারত উপমহাদেশে মারা গিয়ে ছিল ১কোটির বেশী মানুষ।
আমেরিকায় ব্যাপক হারে এই রোগ ছড়িয়ে পরে ছিল এবং অনেক প্রানহানি ঘটেছিল। তখনকার মার্কিন প্রশাসন স্কুল, কলেজ, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ছিল। আক্রান্ত ব্যাক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়ে ছিল। এভাবে লকডাউনের ফলে এই মহামারি স্প্যানিশ ফ্লু নিয়ন্ত্রণে আসে। এই মাহামারির সময় কাল ছিল ১৯১৮ থেকে ১৯২০ সল পর্যন্ত।
১০০ বছর আগে এই মহামারি থেকে মানব জাতি শিক্ষা গ্রহন করে, কার্যকরী পদক্ষেপ নিতে ব্যার্থ হয়েছে। এই কারনে পৃথিবীতে আবার প্রাণঘাতী করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে আমাদের জ্ঞান-বিজ্ঞান ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা কার্যকরী কিছুই করতে পারছে না এই ভাইরাসের বিরুদ্ধে। সেই ১০০ বছর আগে যেভাবে স্পানিশ ফ্লু নিয়ন্ত্রণ করেছিল, সেই দেখানো পথেই আমরা করোনাভাইরাসকে মোকাবিলা করছি ।এই আধুনিক বিশ্ব তার আধুনিক প্রযুক্তি ফেলে ১০০ বৎসর পিছনে ফিরে গেছে।
বিঃদ্রঃ আমি কোন কলামিস্ট ও লেখক নয়। আমার লেখায় ভুল হতেই পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্পানিশ ফ্লু নামের এই মহামারীর কথা শুনেছি। একশত বছর আগে সে মহামারীতে ছয় কোটি লোক মৃত্যু বরন করেন।
আশাকরি করোনা মহামারী দ্রুতই চলে যাবে।
ভালো একটি পোস্টের জন্য ধন্যবাদ।
প্রফাইল এডিট করে একটি ছবি প্রফাইল পিকচার হিসেবে দেয়ার জন্য অনুরোধ করছি।
শুভ কামনা।
সেটাই ভাবনার বিষয় ১০০ বছর আগে এতো বিজ্ঞান এর চর্চা ছিল না, আধুনিকায়ন হয়নি তাই তখন এটা এতোটা প্রবল ভাবে আক্রমণ করেছিল কিন্তু আজ এই বিশ্বায়নের যুগে, বিজ্ঞানের এতো উন্নতি সাধন , সবার হাতে তথ্য তৎক্ষণাৎ চলে আসছে তবুও করোনা ভাইরাস রোধ করা বা ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হয়নি এখনো। চিকিৎসা বিজ্ঞান এর এতো এতো আবিষ্কার সব বিফলে যাচ্ছে! ধন্যবাদ আপনাকে তথ্যগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সাম্প্রতিক করোনার কারনে গত চার শতকের ভয়াবহ চারটি মহামারী সম্পর্কে অবগত হওয়ার সুযোগ ঘটেছে। এগুলো নিয়ে যত পড়ছি জানছি তাতে শুধু একটা কথাই মনে হয়েছে, “আমরা প্রকৃতির কাছে সব সময়ই অসহায়”
তিন বছরে তিনটি পোস্ট! যদিও সময়ের তুলনায় সংখ্যাটা অল্প, কিন্তু আপনি যে সোনেলাকে ভালবাসেন এটা বুঝতে পারছি।
আশা করছি এখন থেকে আপনাকে নিয়মিত দেখবো, শুভ কামনা রইলো 🌹🌹
১০০ বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক ২০০ কোটি। মারা গিয়ে ছিল মোট জনসংখ্যার ৩ শতাংশ।
সেই হিসাব করতে গেলে অংকটা এখান বসাতে চাই না। ভাল ও সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ।
১০০ বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক ২০০ কোটি। মারা গিয়ে ছিল মোট জনসংখ্যার ৩ শতাংশ।
সেই হিসাব করতে গেলে অংকটা এখান বসাতে চাই না। ভাল ও সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ।
১৮টি মন্তব্য
ইঞ্জা
প্রায় তিন বছরের কাছাকাছি হলো আপনার ৩য় পোস্ট দিলেন, গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য ধন্যবাদ।
সোয়েবুর মোর্শেদ সোহেল
ব্যাস্ততার জন্য লিখতে পারিনি। আপনাকে ধন্যবাদ।
ইঞ্জা
এখন তো ব্যস্ততা নিশ্চয় কম আছে, নিয়মিত লিখার অনুরোধ রইলো।
জিসান শা ইকরাম
স্পানিশ ফ্লু নামের এই মহামারীর কথা শুনেছি। একশত বছর আগে সে মহামারীতে ছয় কোটি লোক মৃত্যু বরন করেন।
আশাকরি করোনা মহামারী দ্রুতই চলে যাবে।
ভালো একটি পোস্টের জন্য ধন্যবাদ।
প্রফাইল এডিট করে একটি ছবি প্রফাইল পিকচার হিসেবে দেয়ার জন্য অনুরোধ করছি।
শুভ কামনা।
সোয়েবুর মোর্শেদ সোহেল
খুব ভয় পাচ্ছি এই করোনা মহামারি কত মানুষের প্রান নিয়ে খ্যান্ত হয় মহান আল্লাহতাল জানেন। আপনাকে ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই ভাবনার বিষয় ১০০ বছর আগে এতো বিজ্ঞান এর চর্চা ছিল না, আধুনিকায়ন হয়নি তাই তখন এটা এতোটা প্রবল ভাবে আক্রমণ করেছিল কিন্তু আজ এই বিশ্বায়নের যুগে, বিজ্ঞানের এতো উন্নতি সাধন , সবার হাতে তথ্য তৎক্ষণাৎ চলে আসছে তবুও করোনা ভাইরাস রোধ করা বা ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হয়নি এখনো। চিকিৎসা বিজ্ঞান এর এতো এতো আবিষ্কার সব বিফলে যাচ্ছে! ধন্যবাদ আপনাকে তথ্যগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সোয়েবুর মোর্শেদ সোহেল
আমাদের জ্ঞান-বিজ্ঞান ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা কার্যকরী কিছুই করতে পারছে না। আমরা সেই ১০০ বৎসর পিছনে ফিরে গিযেছি। আপনাকে ধন্যবাদ।
ফয়জুল মহী
আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।
সোয়েবুর মোর্শেদ সোহেল
আমিন। আপনাকে ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সাম্প্রতিক করোনার কারনে গত চার শতকের ভয়াবহ চারটি মহামারী সম্পর্কে অবগত হওয়ার সুযোগ ঘটেছে। এগুলো নিয়ে যত পড়ছি জানছি তাতে শুধু একটা কথাই মনে হয়েছে, “আমরা প্রকৃতির কাছে সব সময়ই অসহায়”
তিন বছরে তিনটি পোস্ট! যদিও সময়ের তুলনায় সংখ্যাটা অল্প, কিন্তু আপনি যে সোনেলাকে ভালবাসেন এটা বুঝতে পারছি।
আশা করছি এখন থেকে আপনাকে নিয়মিত দেখবো, শুভ কামনা রইলো 🌹🌹
সোয়েবুর মোর্শেদ সোহেল
নিয়মিত থাকার চেষ্ঠা করব। আপনাকে ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
এই মহামারী সম্পর্কে আমি জানতাম না। ধন্যবাদ অশেষ এ রকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য।
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সোয়েবুর মোর্শেদ সোহেল
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনাকে ধন্যবাদ।
কামাল উদ্দিন
সত্যি নাকি? ১০০ বছর আগে ৬ কোটি মানুষ মারা গিয়াছিল!! তখন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কত?
আর করোনায় সেই হারে মারা গেলে বর্তমানে কতো লোক মারা যেতে পারে বলে আপনার বিশ্বাস?
সোয়েবুর মোর্শেদ সোহেল
১০০ বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক ২০০ কোটি। মারা গিয়ে ছিল মোট জনসংখ্যার ৩ শতাংশ।
সেই হিসাব করতে গেলে অংকটা এখান বসাতে চাই না। ভাল ও সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ।
কামাল উদ্দিন
৭০০ কোটি আছে বর্তমানে ৩% হারে মারা গেলে ২১ কোটি। টোটাল বাংলাদেশের লোকসংখ্যা থেকেও বেশি 🙁
হালিম নজরুল
আগামী একশত বছর পরেও এর পুনরাবৃত্তি ঘটে কি না কে জানে!
সোয়েবুর মোর্শেদ সোহেল
১০০ বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক ২০০ কোটি। মারা গিয়ে ছিল মোট জনসংখ্যার ৩ শতাংশ।
সেই হিসাব করতে গেলে অংকটা এখান বসাতে চাই না। ভাল ও সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ।