
খুব দূরে সরাতে সরাতে তোমাকে
কখন আপন করে লও আমাকে
তীক্ষ্ম দৃষ্টিতে তাও অনাবিষ্কৃত
তাহলে কি বলব আমি
একি কেবল তোমাদের দৈব শক্তি?
বুকে গুঁজে রেখেছো নাকি
কোথায়- যেন কম্পন উঠছে
পৃথিবী একটা শব্দে আতংকিত
দূরে সরাতে সরাতে মাংসতন্ত্র সরে না।
নেত্রকোণা, ময়মনসিংহ
১৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
দৈব রোগ থেকে উদ্ধার পাবার জন্য এখন দৈব শক্তির জন্যেই অপেক্ষা করতে হবে। অপশক্তি কখনো জয়ী হতে পারে না।
সুন্দর লিখেছো।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
অসাধারণ, আসলেই কবিতার ডালপালার( বিশ্লেষণ) শেষ নাই।
আমার ভাবনার বাহিরে এবং অন্য ধাঁচের পরিপক্ক মতামত।
ধন্যবাদ আপু 💕
ফয়জুল মহী
বিজয় মানুষের হবেই। হতেই হবে। যদি সাবধান থাকি।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপর্ণা ফাল্গুনী
হুম কখনো কখনো এমন কিছু আমাদের মাঝে দেয় যা দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, পাপের প্রায়শ্চিত্ত করায়। তবুও আমরা তা থেকে শিক্ষা নেইনা। তাই বারবার এভাবেই ধরা দেন তিনি আমাদের মাঝে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
আপনিও থাকবেন সবসময়।
ইসিয়াক
ভালো থাকুন সুস্থ থাকুন আপনজন নিয়ে।
শুভকামনা রইলো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
জিসান শা ইকরাম
দুরে সরিয়েও যখন আপন করে নিতে পারে, অবশ্যই এটি দৈবশক্তি।
ভাল লেগেছে কবিতা,
শুভ কামনা।
নাজমুল হুদা
আপনি কবিতার মধ্যে আমি যা বলতে চেয়েছি তা ঠিক বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাইয়া 💞
এস.জেড বাবু
নিশ্চই বিধাতা পরম দয়াবান-
তিনিই রক্ষা করবেন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
এস.জেড বাবু
স্বাধীনতার শুভেচ্ছা ভাই
সুরাইয়া পারভীন
পরম করুনাময় রাব্বুল আলামীন
তিনি চাইলে দূরে সরিয়ে রেখেও কাছে টেনে নিতে পারেন। মেরেও জিয়ে রাখতে পারেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
হালিম নজরুল
চমৎকার প্রয়াস।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞