
তোমার প্রিয়ভাষি বহু কথার জালে ।
তোমার আঁকা লাল নীল হলুদের গাংচিলে ।
তোমার হাঁটা মেঠো পথ ধান সিঁড়ির পারে ।
তোমার দেখা সূর্য অস্ত মেঘমালার পারে ।
প্রিয় বাংলা ,
প্রিয় শস্য শ্যামল মাঠ ভরা ধান খেতের মেলা।
প্রিয় যমুনা মেঘনা পধ্মা বাহারি তরীর খেলা ।
প্রিয় বাউল ময়না টিয়ে চড়ুই পাখির আসর ।
প্রিয় রাখাল বাঁশি মাঝি মল্লার জেলের জালে বাসর।
কুলোয় বাতাসের ধান ছরানো গ্রামীণ বধূর ঘোমটায় ঢাকা মুখ ।
ঢেকির তালে পিঠার শব্দ খেজুর রসের সুখ ।
গোল্লাছুট আর চড়ুইভাতি হইচই নাচের কোলাহল ।
ছোট পিচ্ছির দুষ্টুমি খুনসুটির এলোমেলো সোরগোল ।
প্রিয় বাংলা ,
প্রিয় ঝিঁঝি পোকা দোয়েল পাখি সুপ্রভাতে মোরগের ডাক ।
প্রিয় শ্যাওলা জল নদীর পাড় কুহু কুহু পাখির বাক ।
প্রিয় হাসনাহেনা কাশফুল আর মেহেদি পাতার ঘ্রান ।
প্রিয় জোৎস্না অমাবস্যার শিহরণ জুড়োয় দেহ প্রান ।
লেইছ ফিতা পান সুপারি হাওয়াই মিঠার গল্প ।
বুড়ো বুড়ি নাতি নাতনি অফুরন্ত ভূতের অল্প গল্প ।
গৃহ কর্তার আদর মাখামাখি চোখ রাঙানো শাসন ।
এলোমেলো হরেক রকমের মাটির তৈরি বাসন ।
প্রিয় বাংলা ,
প্রিয় ডাংগুলি ঘুড়ি ঝুড়ি ভাতের চাউলের কাঠা ।
প্রিয় মাছ তেলাকুচের পাতা আর হলুদ মরিচের পাটা ।
প্রিয় খই চিরা শুঁটকি ভর্তা টাকি মাছের ঝোল ।
প্রিয় দুধের সর,চুকা মাঠা আর ঘোল ।
৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চড়ুইভাতির কথা মনে করিয়ে দিলেন। খাবারের নাম শুনে তো জিভে জল চলে আসলো। আহা সেইসব দিন কি আর ফেরত পাবো। ভালো থাকবেন শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
সুন্দর লিখেছেন, ইচ্ছে করছে করছে এখনি ছুটে যাই গ্রামের পথে।
আরজু মুক্তা
গ্রামের পথে হেঁটে এলাম।
ভালো লাগলো
এস.জেড বাবু
গৃহ কর্তার আদর মাখামাখি চোখ রাঙানো শাসন ।
এলোমেলো হরেক রকমের মাটির তৈরি বাসন ।
আমাদের আঞ্চলিকতায় “জোলাভাত” ও বলে-
তেমন জোলাভাত একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিলো কৈশরে।
আজকাল প্রায়ই নিজে রান্না করি আউটডোরে।
তেমন স্বাধ সম্ভবত আসে না।
মনে পড়ে গেল।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন
সুরাইয়া নার্গিস
চমৎকার লাগলো,
শুভ কামনা রইল।
হালিম নজরুল
প্রিয় বাংলার চমৎকার সৌন্দর্য