
রুপালি রোদের সূর্যকে তাড়া করে গিয়ে
দখলদারিত্বের দেয়ালে যা পারনি সেদিন
এই মগড়া নদীর তীরে
কবিতাকুঞ্জের কসম আজ তুমিই পারবে।
প্রিয়তমা, তুমি আমার ঈশ্বরকে বলো-
আপনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন
আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো
৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার!
নেত্রকোণা, ময়মনসিংহ
১১টি মন্তব্য
আরজু মুক্তা
৩০ তারিখটা বুঝলামনা।
সাবিনা ইয়াসমিন
আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো
৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার!
হাহাহা, রাজনৈতিক ঘোষণা পত্রটি ঈশ্বরের নিকট দ্রুত পৌঁছে যাক 🙂
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
আর কতকাল দেখতে হবে
কালারফুল আস্ফালন
ব্যর্থ প্রেমিক ব্যর্থ হয়ে
প্রেমিক বরের আন্দোলন।
যে যাই বলুক ভাই
রাজনৈতিক লেখার জুড়ি নাই।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
চুমু না খেতে পারলে হরতাল হবে নাকি? 🙂
ভালো লেগেছে খুব।
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন ।
কামাল উদ্দিন
আমরা শুধু রাজনীতি লেবেল প্লেয়িং ফিল্ড নিয়া মাতামাতি করি, আসলে প্রেমেও এটা দরকার…..কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
নিতাই বাবু
লেবেল প্লেয়িং ফিল্ডে ৩০ তারিখ কী হতে চলছে, তা কেবল শ্রদ্ধেয় কবিই জানে। আমরা তো এমনিতেই নভেল কোরোনা ভাইরাস’র ভয়ে আছি! না জানি কী হয়!
কবির কবিতায় ভালোবাসা রেখে পেলাম।
জাকিয়া জেসমিন যূথী
ছবিটা খুব সুন্দর। কবিতাও।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ভাই শুধু হরতাল নয়
অনশন কর্মসূচি ঘোষণা করা হোক
দারুণ দারুণ 👏👏👏
সঞ্জয় মালাকার
আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো
৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার!
চুমু না খেতে পারলে হরতাল হবে নাকি?
শুভ কামনা🌹🌹
নীরা সাদীয়া
ভালোবাসা জেগে উঠুক মগড়া নদীর তীরে, ফিরে আসুক বারে বারে।