
খিলখিল করে হেঁসে উঠলো। বলল, ‘মিয়া ভাই, প্রথম নাকি? কাছে ঘেঁষে বসেন। কোন ভয় নাই’। আবার…।
লোকটাকে খুব বেশি সুবিধার মনে হলো না নিমাইয়ের কাছে। দেয়াল ঘেঁষে কোণায় মৃত কাকতাড়ুয়ার মতো বসে পড়লো।
কিছুক্ষণ পর হঠাৎ আচমকা ডাকে ঘুম ভাঙলো নিমাইয়ের।
কি? কিছু বলছেন না যে। এইভাবে কি চুপ করে থাকবেন? শোনেন এখানে আপনিও যা আমিও তাই। সত্যি করে বলুন তো কি আকাম করে এসেছেন?
‘আপনি কি…?’
‘আমি! আমিতো প্রিয়তমেষু প্রেয়সীকে হত্যা করে জেল হাজতে বন্দী’
নিমাই বলল, ‘আমিতো এসিডে ঝলসে দিয়েছি’।
ছবিঃ সংগৃহীত (ফেসবুক থেকে নেওয়া)।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
সাধু সাবধান।
নৃ মাসুদ রানা
হুমম,
সুপায়ন বড়ুয়া
দুই অপরাধীর
সংলাপ মন্দ না।
বাকি গুলো চাই না
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
হুমম, তবে দুজনেই প্রেমিক।
সুরাইয়া পারভীন
প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধে আক্রান্ত প্রেমিক
এরা কি আসলেই প্রেমিক?
নৃ মাসুদ রানা
আমার মনে হয় এরাই প্রকৃত প্রেমিক
প্রদীপ চক্রবর্তী
অবশেষে সাধু সাবধান
নৃ মাসুদ রানা
হুমম, একদম
জিসান শা ইকরাম
দুজনে একই পথের পথিক,
নৃ মাসুদ রানা
হ্যাঁ
ফয়জুল মহী
চমৎকার উপস্থাপন
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
কামাল উদ্দিন
চোরে চোরে মাসতুতো ভাই
নৃ মাসুদ রানা
পিসতুতো ভাই
কামাল উদ্দিন
হুমম 😀
নিতাই বাবু
তাহলে দুইজনই সত্য কথা একে অপরের সাথে বলেছে? আমার মতে এরা হলো দুনিয়ায় সত্যবাদী। হয়তো শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটু আকামই করেছে। জেল থেকে বের হয়ে ভালো হয়ে যাবে মনে হয়!
নৃ মাসুদ রানা
দেখা যাক, পরের পর্বে কি হয়…