
তোমার ঠোঁটের ফাকে
তিনটা কথার ছবি আকতেই।
তুমি আঁতকে উঠে
আমায় ঠেলে ফেলে বললে,
আমি ধর্ষিতা হতে চাইনা ।
আমি আহত চোখে বললাম
ভালোবাসা ও নিগ্রহের মধ্যে
পার্থক্য বলতে তুমি কি বোঝ?
তুমি বললে ,আজকাল পুরুষেরা ভালোবাসেনা।
ভালোবাসা আদায় করে নেয়।
সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে।
বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে।
জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।
২০টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আরে বাহ্। চমৎকার এবং বাস্তবতার প্রতিচ্ছবি জেনো। দারুণ
সুরাইয়া পারভীন
যেনো
ইসিয়াক
ধন্যবাদ
ইসিয়াক
ধন্যবাদ আপু।শুভকামনা রইলো ।
সুপায়ন বড়ুয়া
আজকাল পুরুষেরা ভালোবাসেনা।
ভালোবাসা আদায় করে নেয়।
সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে।
বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে।
জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।
সহমত দ্বিমত কিভাবে তা বলি
স্বার্থপর ভেবে নিজের মতো চলি।
খুব ভালো লিখেছেন
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা রইলো দাদা ।
পর্তুলিকা
প্রেমহীন ভালবাসা ভণ্ডামি।
সুন্দর কবিতা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
ইসিয়াক
অনেক অনেক শুকরিয়া ভাই।
নিতাই বাবু
বর্তমানে কিন্তু তা-ই হচ্ছে! কবিতার ছলে বর্তমান সময়ের ধর্ষণলীলার উদাহরণ টেনে দিলেন কবি। শুভেচ্ছার সাথে শুভকামনা সারাক্ষণ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো প্রিয় দাদা ।
জিসান শা ইকরাম
প্রেমিকা কিন্তু মিথ্যে বলেনি।
কবিতা ভাল লেগেছে।
ইসিয়াক
অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
তৌহিদ
অনেকের কাছে প্রেম ভালোবাসা মানেই দেহ-ভোগের লালসা কামনা। এমন প্রেম দীর্ঘস্থায়ী হতে পারেনা। কবিতা ভালো লেগেছে ভাই।
ইসিয়াক
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা………মনে হয় ঠিকই বলেছেন
ইসিয়াক
জেনে ভালো লাগলো প্রিয় কামাল ভাইয়া।
শুভকামনা রইলো ।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া ।