
১.
প্রিয়তমেষুঃ জান, তুমি আমাকে প্রত্যহ চিঠি লিখবে। আমি অপেক্ষায় থাকবো ডাকপিয়নের।
প্রেমিকঃ বেলা শেষে যদি চিঠি না পৌছায়। ভেবে নিও কলমে কালি নেই।
২.
প্রিয়তমেষুঃ জান, তুমি মাঝেমধ্যেই সুমিষ্টঘ্রাণের কবিতা লিখে ফেসবুকে পোস্ট করবে। আর আমি পড়ে পড়ে লজ্জিত হবো।
প্রেমিকঃ যদি কখনো দেখো ফেসবুকে আর রসালো প্রেমের কবিতা পোস্ট দিচ্ছি না তাহলে ভাবে নিও তোমার আদরের ভাবি চলে এসেছে।
ছবিঃ সংগৃহীত (ফেসবুক থেকে নেওয়া)।
১৯টি মন্তব্য
নুরহোসেন
আজকাল সব কিছুতেই প্রেমের গন্ধ পেতে ভাল লাগে।
নৃ মাসুদ রানা
হুমম, ঠিক বলেছেন। একদম ১০০% সত্যি।
কামাল উদ্দিন
পরকিয়া চলছে নাকি ভাই?
নৃ মাসুদ রানা
পরকীয়া প্রেমের মতো আদুরে কিছু নাই।
কামাল উদ্দিন
তাই নাকি, জটিল তো 😀
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
ইকবাল কবীর
এস এম এস জেনারেশনের প্রেম অনেকটাই এমন।
নৃ মাসুদ রানা
হুমম, সেরকমই – এইরকমই।
মনির হোসেন মমি
হা হা হা আদরের ভাবী।আচ্ছা অপেক্ষা করছি।
নৃ মাসুদ রানা
করুন, সমস্যা নেই। ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
ফয়জুল মহী
পড়ে ভালো লাগলো।
জিসান শা ইকরাম
দুটো আবদারের উত্তরে কিছু সীবাবদ্ধতা থাকছে,
এরপরেও কি প্রেম থাকবে?
নৃ মাসুদ রানা
না মনে হয়
পর্তুলিকা
জান, এই ডান শুনলেই মন আনচান করতে থাকে।
ভালো লাগলো গল্পটা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
সুরাইয়া পারভীন
প্রেম প্রেম আর প্রেম
প্রেমময়,,, ভালো লিখেছেন
নৃ মাসুদ রানা
সত্যি প্রেম
সঞ্জয় মালাকার
প্রেম প্রেম আর প্রেম, ভালো লাগলো দাদা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়