প্রিয় প্রণতী

সঞ্জয় মালাকার ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ০৪:৫৯:১৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা,
অবাক হবার তো কিছু নেই….
ওটা তোমারি সাজানো অভিনয়ে ছোট্ট কবিতা?
সবি বাস্তব, একটা লাইন ও যায় নি বাদ
সারা জীবন জুড়ে আছে তোমার শূন্যতা!

তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা!

যাওয়া হয় কি সেই পথে…
নাকি সে পথও ভুলে গেছ,
স্মৃতি মাখা পিরিতের কথা!
যাওয়া হয় কী তোমার পাড়ার পাঠশালাতে,
জানি হয়না ছুটদের মতো লুকোচুরি খেলা,
তুমি তো খুবি ব্যস্ত, তবু বলছি কী
স্মৃতি মাখা পিরিতের কথা।

তোমার মন ভরেছ কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা!

সেদিন গিয়েছিলাম,যেখানে স্বপ্ন দেখেছিলাম
তোমাকে নিয়ে সাজাতে সুখের সংসার,
তবু হলনা,নিয়েছি চিরতরে বিদায়…
কাল পরশু খবরও পেয়ে যাবে তুমি,
তুমি এসো মিনতি করি তোমায়?
তোমার ইচ্ছের শেষ কবিতা…
আমার মৃত্যু সজ্জায়।

তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা।

৭৭১জন ৬২৬জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ