রংধনু

সজীব ওছমান ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১২:০০:১৮পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

রংধনু
___________সজীব ওছমান।

উঠোন জুড়ে কাদামাটি
বৃষ্টি হল শেষ,
নীল আকাশে রোদের ঝিলিক
বিকেলটা যে বেশ।

আকাশ পানে তাকিয়ে খোকা
দেখলো কিছুক্ষণ,
দূর আকাশে তুলির পরশে
আঁকলো কে গো রঙ ?

ছুটে গিয়ে মায়ের কাছে
খোকা জানতে চায়,
কাঁচির মত দুর আকাশে
রঙ যে দেখা যায় ?

কেমন করে রঙ ছড়ালো
নীল আকাশের কুলে,
জানতে বড় ইচ্ছে মাগো
দাওনা আমায় বলে!

মায়ে শুধোয় শোনরে খোকা
এ যে রংধনু-ই বলে,
বৃষ্টি শেষে যায় যে দেখা
নীল আকাশের কোলে।

কিভাবে হয় রংধনুটা
শোনরে দিয়ে মন,
জল কনার খেলা এটি
আলোর প্রতিসরণ।

বৃষ্টি শেষে জলীয় বাষ্প
আকাশে রয় মিশে,
সূর্যের আলো পড়ে তাতে
সাত রঙ্গেতে হাসে।

সাত রঙ্গেতে রংধনু হয়
রামধনু যায় বলা,
রঙ্গের হিসেব রাখতে পারো
বেনীআসহকলা।

জলপ্রপাত – ঝর্ণা ধারে
রংধনু যায় দেখা,
জলকনায় রোদে মিশে
আঁকে রঙিণ রেখা।

এভাবে হয় রংধনু যে
বলল খোকার মায়ে,
দেখলো খোকা মায়ের হাসি
রংধনুর-ই গায়ে।

৩১৫৯জন ২৯৬৮জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন