
রংধনু
___________সজীব ওছমান।
উঠোন জুড়ে কাদামাটি
বৃষ্টি হল শেষ,
নীল আকাশে রোদের ঝিলিক
বিকেলটা যে বেশ।
আকাশ পানে তাকিয়ে খোকা
দেখলো কিছুক্ষণ,
দূর আকাশে তুলির পরশে
আঁকলো কে গো রঙ ?
ছুটে গিয়ে মায়ের কাছে
খোকা জানতে চায়,
কাঁচির মত দুর আকাশে
রঙ যে দেখা যায় ?
কেমন করে রঙ ছড়ালো
নীল আকাশের কুলে,
জানতে বড় ইচ্ছে মাগো
দাওনা আমায় বলে!
মায়ে শুধোয় শোনরে খোকা
এ যে রংধনু-ই বলে,
বৃষ্টি শেষে যায় যে দেখা
নীল আকাশের কোলে।
কিভাবে হয় রংধনুটা
শোনরে দিয়ে মন,
জল কনার খেলা এটি
আলোর প্রতিসরণ।
বৃষ্টি শেষে জলীয় বাষ্প
আকাশে রয় মিশে,
সূর্যের আলো পড়ে তাতে
সাত রঙ্গেতে হাসে।
সাত রঙ্গেতে রংধনু হয়
রামধনু যায় বলা,
রঙ্গের হিসেব রাখতে পারো
বেনীআসহকলা।
জলপ্রপাত – ঝর্ণা ধারে
রংধনু যায় দেখা,
জলকনায় রোদে মিশে
আঁকে রঙিণ রেখা।
এভাবে হয় রংধনু যে
বলল খোকার মায়ে,
দেখলো খোকা মায়ের হাসি
রংধনুর-ই গায়ে।
৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
আপনার নামটি বাংলা অক্ষরে লিখুন প্লিজ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সোনেলাতে স্বাগতম। কবিতা ভালো লেগেছে। শুভ কামনা রইল
নুরহোসেন
স্বাগতম!
লিখুন লিখতে থাকুন শুভ কামনা রইলো।
নিতাই বাবু
সোনেলা উঠোনে আপনাকে সু-স্বাগত। সাথে শুভেচ্ছা সহ শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“বৃষ্টি শেষে জলীয় বাষ্প
আকাশে রয় মিশে,
সূর্যের আলো পড়ে তাতে
সাত রঙ্গেতে হাসে।”
সোনেলা পরিবারে আগমন
জানাই তোমায় স্বাগতম !
লিখেন ভাল চালিয়ে যান
হাতে যদি সময় পান।
ইসিয়াক
খুব সুন্দর লাগলো।
সুরাইয়া পারভীন
সোনেলা পরিবারে স্বাগতম আপনাকে।
চমৎকার প্রকাশ। ভালোলাগা রইলো
ফয়জুল মহী
চমৎকার , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
জিসান শা ইকরাম
এত সুন্দর কবিতা পোস্ট করে চলে গেলে হবে?
আপনার প্রাপ্ত মন্তব্যের জবাব দেবে কে?
স্বাগতম সোনেলায়।
নিয়মিত লেখুন, অন্যদের লেখা পড়ুন।