
১/স্মৃতি কথা
জলের লগে সব সৃতি ভাসাই দিয়া
আমার কথা তুমি ভুইলা যাইও!
তোমার ম্মৃতিতে গেঁথে আছে মন
রাত্র জাগা স্নিগ্ধ – সিক্ত জ্যোৎস্নার অবতরণ,
ভাবনা চোখে চেয়ে আছে পথের দূরত্ব
পাখির পালকের মতো জড়িয়ে আছে জীবন।
২/আমি লিখি-না কবিতা
অল্প জ্ঞান আমার –
আমি লিখি-না কবিতা,
আমি শিখেছি আল্প –
বাংলা বর্ণের করি চর্চা!
কে – আমি কবিতা লিখি
আমি শুধু অ- আ- ক- খ গুলো সাঝাই
লাল সবুজের রং দিয়ে –
সাদা কাগজের বুকে!
তোমার শহরে আমি আলো হীন,
আমি স্বপ্নিল কবিতা
মিথ্যে,,
৩/ স্বপ্ন
স্বপ্ন সেটা নয়
যা মানুষ ঘুমিয়ে দেখে
স্বপ্ন সেটাই -যা
পূরণের পত্যাশায় মানুষকে –
ঘুমোতে দেয়-না!
সোনেলা আমার প্রিয় ব্লগ লেখার।
৪/মানুষ ও ধর্ম
,,ধর্ম,,এমন আসক্ত নেশা, থাকেনা বন্দি কফিনে
ধর্মের এই ললাটা শিখা আঁকড়ে নিচ্ছে অধর্মী অধীনে।
নিষ্পাপ তবু ধর্ম অটল, বাঁচিয়ে রাখে প্রাণ।
ধর্মের নামে জীবন কেড়ে, যারা ধর্মের গায় জয়গান।
রামসুন্দর ও বাবর আলী দুইটি আলাদা নাম,
জীবন তাদের ভিন্ন ধর্মী, ছিলো দুজন’ই, ধর্মপ্রাণ।
ধর্ম এসে দিয়েছে উপহার, একজ আরেক জনের কোলে,
মাঠের ধারে রয়েছে পরে, তাঁরা জড়পদার্থের দলে ।
জল তবুও ধর্ম মানে বাঁচিয়ে রাখে জীবন
মানব মনুষ্যত্ব অধর্মের পতে,জীবন জীবনকে নিঃচিহ্ন করে।
রঙিন পাতা /৫/
জীবন তো একটা রঙিন পাতা লিখার কিছুই নেই,
স্বপ্ন হারা পাখির মতো উড়ে গেলেই সে-ই।
জীবন তো- একটা স্বপ্নের দীপ, কূল ভাঙা এক নদী,
কষ্টের আঘাতে লালন করে, সকল রঙিন স্মৃতি।
নদী যেমন ছুটে চলে সাগরেরি টানে
তেমনি করে জীবন চলে মন মানবে গানে।
জীবন তো একটা কেয়া পাতা, সবুজ মাঠে বাঁকে,
ঋতুর সাথে ঝরে যায়, ঝরে পরে দুঃখে।
বয়স যতো’ই কমে বন্ধু, অবুঝ হয়ে ঝরে,
রঙিন পাতা কোলো হয় স্বপ্ন গুলো মরে।
১০টি মন্তব্য
নিতাই বাবু
আপনার লেখা স্মৃতিকথা কবিতা পড়ে ফেলে আসা নিজের স্মৃতিতে হারি গিয়েছিলাম। আবার ফিরে এলাম মন্তব্যের ছোট বক্সে। শুভকামনা থাকলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
জিসান শা ইকরাম
ভালো হয়েছে সবগুলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান।
ছাইরাছ হেলাল
স্বপ্ন-ই আমাদের বাঁচিয়ে রাখে, আমরা বেঁচে থাকি।
সোনেলা জীবন পেয়ে আমরা ধন্য।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন শ্রদ্ধে দাদা, ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
সুরাইয়া পারভিন
সব কয়টা কবিতায় দারুণ
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
আরজু মুক্তা
আমরা বাঁচি ভালোবাসায়।
সবকটি কবিতা ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদদিদি ভালো লাগা অফুরন্ত।
ভালো থাকুন সব সময় শুভ কামনা রইল।