কিছু কথা

সঞ্জয় মালাকার ৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০২:০৭:৪০পূর্বাহ্ন অন্যান্য ১৬ মন্তব্য

প্রিয় তোমার শূন্যতা আজও আমাকে ভাবায়

কিছু কথা,,

এসেছে আমার দোঁহারে,
দুটি হাত বাড়িয়ে,
গোপান কিছু কথা আছে
বলবে আমায় আপন করে!
কেউ দেখলেই যাবে সম্মান
তাই তো গোপনে বলি
তুমি মন দিয়ে শুনো কথা
কথা গুলো বলেই,
গোপনেই যাবো চলে!
পরশু আসবে আমায় দেখতে
টাকা পায়সাওলা বড় লোকের ছেলে,
পাকা ধালান বাড়ি গাড়ি সবিই আছে তার
দেখতেও নাকি সুন্দর !
বাবা মা সবার পচন্দ হয়েছে বেশ
আমায় পঁচন্দ হলেই বিয়ে ফাইনেল,
পরশু দেবে হাতে আংটি
মঙ্গল টাও করে যাবে পাকাপাকি!
মাধবী বলে আমায়
আজই চলো পালিয়ে যাই,
কেউ যেন পায়ন খুঁজে
আমরা আছি কোথা!
গলা ধরে কাঁদল শেষে
জানিয়ে শেষ বিদায়,
তবু সাহস হলে বলতে
চল পালিয়ে যাই!

কথা শেষ চলে গেলো
দূর অজানায়।

সঞ্জয় মালাকার //

৬৯১জন ৫৯৩জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ