তুমি সফেদ সমুদ্র ,
অথৈ জলের মায়াবী নীল…
আমি বেলোয়ারি মেঘ হয়ে
আবির ছড়াই তোমার বিশালতায় ।
তুমি মায়াবী ধুসর মেঘে
শেষ বিকেলের গোধুলীর রং ,
আমার এ নিস্পাপ মন
তোমাতে করি নিবন্ধন।
তুমি সদ্য বৃষ্টি ভেজা তরু,
পবিত্র সবুজ জরাহীন প্রাণ,
আমি সাহসী উচ্চারণে
সমর্পিত তোমার চরণ তটে।
তুমি রোদেলা দুপুর !!
ঝাঁঝালে ব্যক্তিগত সুখ ।
আমার কষ্টের অমনিবাস
তোমার সে সুখে হোক বিলীন।
তুমি কবিতার এক সদ্য প্রসুত স্তবক
আমার কম্পিত অধরে উচ্চারিত বারংবার,
আমি সেজদায় নত ! ধ্যানরত
ভালোবাসি শুধু তোমায় ।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
চলুক আবেগময় ভালোবাসা।
ভালো লাগলো।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
শেষের পঙতিতে এসে লেখার ভাব আধ্যাত্মিক দিকে চলে গেলো। মনে হচ্ছে এখানে কোনো ব্যাক্তি বা বস্তু নয়, স্রষ্টার বিশালতার কাছে নিজেকে আত্মসমর্পণ করা।
অনেকদিন পর চমৎকার এক কবিতা দিলে। এই জন্যেই এত লিখতে বলি। তাহলে তোমার কাছ থেকে একটু-আধটু শিখতে পারবো।
ভালোবাসা অবিরত ❤❤
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
সমগ্র ভালোবাসা সৃষ্টিকর্তার জন্য হওয়া আবশ্যক।
তাইলে আর মানব মনকে কষ্ট পেতে হয় না
এস.জেড বাবু
তুমি কবিতার এক সদ্য প্রসুত স্তবক
আমার কম্পিত অধরে উচ্চারিত বারংবার,
চমৎকার লিখেছেন।
মুগ্ধতা
জিসান শা ইকরাম
তুমি বন্দনার কবিতা ভালো লেগেছে খুব,
সোনেলার সমস্ত পাঠকদের পক্ষ থেকে দাবী জানাচ্ছি-
আমাদের আপনার লেখা থেকে বঞ্চিত করা চলবে না।
আমরা কিন্তু আন্দোলন করবো তাহলে।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ভালোবাসার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লেগেছে। শুভেচ্ছা জাসবেন।