
তোমার চোখেতে চোখ রেখে ~
দৃষ্টি পড়ে না ~
বুকেতে মেঘ ভেসে যায় ~
বৃষ্টি ঝরে না ।
ফোলা ফোলা গাল তোমার ~
মধুর হাসি ঠোটে ~
লাবণ্যতায় ভরে উঠে মন ~
তোমার দেখা যদি জোটে ।
কৃষ্ণ বরণ, রেশমী ছোয়া ~
খোঁপা ভরা চুলে ~
অনন্ত নিশ্বাসে ডুবে থাকি ~
আপন ধরা ভুলে ।
ছুই ছুই করেও ছুই না তোমার ~
চুড়ি পড়া হাত ~
তোমায় ভেবে স্বপ্ন দেখে আমার ~
কাটে অনন্ত রাত ।
তুমি এলেই পলাশ বনে, ফাগুন ফোটে ~
প্রজাপতি ছড়ায় আলপনা ~
ভালবাসার উৎস তুমি, এই মনে ~
তুচ্ছ কিংবা গল্প না ।।
১২টি মন্তব্য
সুরাইয়া পারভিন
কেবল সে এলেই মনে বসন্তের রং লাগে
ফুল ফুটে মনের বাগিচায়। আরো কত কি যে হয়
কেবল সে এলেই,,, ভালো লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
শুভ কামনা
মোঃ মজিবর রহমান
সে এলেই বসন্ত আকাশ বাতাস ফুলে ফলে মন ভোলে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
নৃ মাসুদ রানা
তুমি এলেই পলাশ বনে, ফাগুন ফোটে ~
প্রজাপতি ছড়ায় আলপনা ~
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা।
**
এই কবিতার ফিচার ছবি আলাদা পোস্ট করেছিলেন। তাই ওটা মুছে দেয়া হয়েছে।
লেখার উপরেই দেখুন ‘ সম্পাদনা ‘ শব্দ আছে। সম্পাদনায় ক্লিক করে ফিচার ছবি যোগ করে লেখা জমা দিন।
কামরুল ইসলাম
নতুন তো, কিছু ভুল ভ্রান্তি হচ্ছে,
অপারেটিং পুরোপুরি এখনো বুঝে উঠিনি,
ঠিক হয়ে যাবে,
ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
ছুই ছুই করেও ছুই না তোমার ~
চুড়ি পড়া হাত ~
তোমায় ভেবে স্বপ্ন দেখে আমার ~
কাটে অনন্ত রাত ।
কি মিষ্টি স্বপ্ন –
তেমন মিষ্টি কবিতা
ভিষন সুন্দর
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুন্দর মন্তব্য করেছেন
শুভ কামনা
চাটিগাঁ থেকে বাহার
কবিতা সুন্দর হয়েছে।
কামরুল ইসলাম
ধন্যবাদ