
ভালোবাসার পলকাহীন ঘোড়ায় চেপে,
ঠিকই এসে পৌঁছালে আমার দ্বারে।
বললে ভালোবেসেছিলে, এখনোও বাসো।
ভালোবাসতে তুমি অথচ সদ্য কৈশোরে পা দেওয়া-
বালিকার অবুঝ মনের ভালোলাগা, ভালোবাসা,
দু’পায়ে দলিয়ে চলে গেলে দূরে বহু দূরে।
একবারের জন্যও পিছু ফিরে দেখলে না।
নিরুপায় আমি শুধু চেয়ে থেকেছি,
অশ্রু ঝরিয়ে কদর্মাক্ত করিনি তোমার যাবার পথ।
আজ আবার ফিরে এলে ভালোবাসার-
তুমুল বৈভব নিয়ে।
এখন কি করে গ্রহণ করবো তোমায়-
গ্রহণ করবো তোমার প্রেম?
যখন জীবন সায়াহ্নের সন্ধিক্ষণে-
উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে দু’জন।
অনেক গুলো বছর পর দেখলাম, বেশ বদলে গেছো তুমি।
অগোছালো উড়ণ্ডী তুমি আজ বেশ সংসারী,
কেমন আছো জানতে চাইলে বললে তুমি-
পৃথিবীতে সবাই কি আর তোর মতো সুখী?
বুঝলাম অনুশোচনার অনলে দগ্ধে দগ্ধে মরছো তুমি।
১৯টি মন্তব্য
এস.জেড বাবু
পৃথিবীতে সবাই কি আর তোর মতো সুখী?
এ কি সত্যি অনুশোচনা ?
না কাউকে দেয়া শান্তনা ?
আসলে আমি অতশত বুঝিনা-
তবে লিখা চমৎকার, কেমন যেন মায়াবী।
সুরাইয়া পারভিন
সান্ত্বনা নয়
ওটা অনুশোচনায় ছিলো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
একটা কৌতুক পড়েছিলাম, অনেক বছর পর প্রেমিকা এসে বললো এসো আমরা বিয়ে করি। প্রেমিক বললো বিয়ে করার চেয়ে আমার পাকা চুলগুলো মাথা থেকে তুলে দিলে আমি বেশী আরাম পাবো 😀
সুরাইয়া পারভিন
হা হা হা হা
দারুণ তো
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু
নৃ মাসুদ রানা
অগোছালো উড়ণ্ডী তুমি আজ বেশ সংসারী
সুরাইয়া পারভিন
হুম আন্তরিক ধন্যবাদ জানবেন
সাবিনা ইয়াসমিন
অনুতপ্ত মনের প্রতি করুণা আসতে পারে,
কিন্তু পরিবর্তিত সময়ের পরিনত প্রেম তাকে কি দেয়া যায়? নাহ,,,,
সুরাইয়া পারভিন
নাহ্ কিছুতেই না।আমি তো করুণাও করতে পারি না। আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤❤
জিসান শা ইকরাম
মরলে মরুক, আগে চলে গিয়েছিল কেন কিশোর মনকে কাঁদিয়ে?
ভাল লেগেছে খুব।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
হা হা হা হা হা
আরে বাহ্ কি কমেন্ট !
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
হালিম নজরুল
পৃথিবীতে সবাই কি আর তোর মতো সুখী?
বুঝলাম অনুশোচনার অনলে দগ্ধে দগ্ধে মরছো তুমি।
সুরাইয়া পারভিন
জ্বী মরছে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চাটিগাঁ থেকে বাহার
ভাগ্যের লিখন যায় না করা খণ্ডন।
আফসোস লাগতেই পারে হয়তো হারানো ধনে ছিলো সুখের সাগর। নিয়তির পরিণামকে মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। যদিও তার অতি সহজ নয়।
ভালো ছিলো।
সুরাইয়া পারভিন
ভাগ্য লিখন যখন খন্ডানো যাবে না তখন তা নিয়ে আফসোস না করাই মঙ্গল। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া। ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
অগোছালো উড়ণ্ডী তুমি আজ বেশ সংসারী।
পৃথিবীতে সবাই কি আর তোর মতো সুখী?
বুঝলাম অনুশোচনার অনলে দগ্ধে দগ্ধে মরছো তুমি।
চমৎকার শব্দ গুচ্ছ কবিতা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
রেহানা বীথি
অনুশোচনার আগুন জ্বলবেই তো, কষ্ট দিয়েছে যে সে!
খুব ভালো লাগলো আপনার লেখা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤