অনুশোচনা

সুরাইয়া পারভীন ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১১:২৩:০৮পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ভালোবাসার পলকাহীন ঘোড়ায় চেপে,
ঠিকই এসে পৌঁছালে আমার দ্বারে।
বললে ভালোবেসেছিলে, এখনোও বাসো।
ভালোবাসতে তুমি অথচ সদ্য কৈশোরে পা দেওয়া-
বালিকার অবুঝ মনের ভালোলাগা, ভালোবাসা,
দু’পায়ে দলিয়ে চলে গেলে দূরে বহু দূরে।
একবারের জন্যও পিছু ফিরে দেখলে না।
নিরুপায় আমি শুধু চেয়ে থেকেছি,
অশ্রু ঝরিয়ে কদর্মাক্ত করিনি তোমার যাবার পথ।
আজ আবার ফিরে এলে ভালোবাসার-
তুমুল বৈভব নিয়ে।
এখন কি করে গ্রহণ করবো তোমায়-
গ্রহণ করবো তোমার প্রেম?
যখন জীবন সায়াহ্নের সন্ধিক্ষণে-
উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে দু’জন।
অনেক গুলো বছর পর দেখলাম, বেশ বদলে গেছো তুমি।
অগোছালো উড়ণ্ডী তুমি আজ বেশ সংসারী,
কেমন আছো জানতে চাইলে বললে তুমি-
পৃথিবীতে সবাই কি আর তোর মতো সুখী?
বুঝলাম অনুশোচনার অনলে দগ্ধে দগ্ধে মরছো তুমি।

 

৭৯৬জন ৬৯৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ