
গ্রামের নাম মানিগাঁও। একটু দূরে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়টা ভারতের মেঘালয় রাজ্যের ভেতর। যেখানে সব সময় মেঘেদের আনাগোনায় স্বপ্নময় হয়ে থাকে। আর সেই স্বপ্ন পাহাড় থেকে উৎপত্তি হয়ে মানিগাঁও পায়ের কাছ থেকে বাঁক নিয়ে যে অজানা গন্তব্যে চলে গেছে সেই নদীটির নাম যাদুকাটা। আমি বলি রূপের নদী যাদুকাটা।
আর যাদুকাটার বাঁকেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগান। ফাগুনে এই বনের আগুন লাগা সৌন্দর্য্যে মানুষ ছুটে যায় ওখানে, হারিয়ে যায় এক বসন্ত ভুবনে। গত বসন্তে এই আগুন রাঙা শিমুল বনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম কোন এক বর্ষায় সবুজ শিমুল বনটাকে দেখতেই হবে আমার। তাই এবারের বর্ষায় সুযোগটা কাজে লাগিয়ে দেখে এলাম আমার কাঙ্খিত সবুজ শিমুল বন।
(২) সুনামগঞ্জ নতুন ব্রীজ নেমেই বৃষ্টি দেখে মনটা দমে গেল। এমনিতেই মেঘালয়ের কোল ঘেষে হওয়ায় এই অঞ্চল বৃষ্টি প্রবন, তার উপর বর্ষাকাল। এখান থেকেই মোটর সাইকেল নিয়ে যেতে হবে লাউড়ের গড়, তারপর ট্রলারে যাদুকাটার ওপারে যেতে হবে। বৃষ্টির কারণে পরে সিএনজিতে করে লাউড়ের গড় যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
(৩/৪) কিছু শামুক খোল পাখি খাবার খুজে বেড়াচ্ছে ও কৃষকরা ব্যস্ত কাজে। ছবিগুলো সিএনজিতে থেকেই তুলেছি।
(৫) ওপারে মেঘালয়ের পাহাড় আর এপারের সবুজ ধানের ক্ষেত, সত্যিই অসাধারণ!
(৬) বর্ষাকালে যাদুকাটা নদী অনেক প্রশস্ত হয়ে যায়, মেঘালয়ের পাহাড়কে পেছনে ফেলে যাদুকাটা ধরে ট্রলার নিয়েএগিয়ে চললাম শিমুল বনের দিকে।
(৭) শিমুল বন প্রান্তের ট্রলার ঘাট।
(৮) যাদুকাটায় পাথর সংগ্রহের নৌকা।
(৯) আমাদেরকে অভ্যর্থনা জানাতে বসে ছিল ফিঙেগুলো।
(১০) ঐ তো একটু সামনেই আমাদের সেই কাঙ্খিত সবুজ শিমুল বন।
(১১) শিমুল বনের ঐ শেষ প্রান্তেই যাদুকাটা নদী।
(১২/১৩) এমন সবুজের ভেতর বসে একটি দিন কাটিয়ে দেয়া যায় অনায়াসেই।
(১৪) উপর দিক থেকে তোলা শিমুল বনের ছবি।
(১৫) এখানে থেকেও ঝাপসা ভাবে মেঘালয়ের ঝর্ণা দেখা।
(১৬) শিমুল বনের ভেতর পায়ে চলা পথ।
(১৭) একটা কাঠ শালিক শিমুল ডালে বসে খেলছে।
(১৮) বনের ভেতর সাইকেল চালাচ্ছে দুটি শিশু।
(১৯) শিমুল বনের ফাগুনের ছবি এটা।
(২০) বনের ভেতর আমার উপস্থিতি।
১৬টি মন্তব্য
হালিম নজরুল
সরাসরি না দেখলেও আপনার বর্ণনা ও ছবিতে অনেকটা দেখা হয়ে গেল।ধন্যবাদ।
কামাল উদ্দিন
ধন্যবাদ নজরুল ভাই, সরাসরি একবার দেখলেও বার বার দেখার ইচ্ছে হয়, যেন সবুজের বন্যা।
সুরাইয়া পারভিন
আহ! কি চমৎকার আর অসাধারণ ছবি
চমৎকার উপস্থাপন
মুগ্ধতা অনিমেষ
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু আমাকে উৎসাহিত করার জন্যে।
তৌহিদ
ভাই ছবিগুলির দিকে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। এরকম ভ্রমণ গল্প লিখে সোনেলাকে সমৃদ্ধ করছেন আপনি।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
কামাল উদ্দিন
ব্লগিং আর ভ্রমণ আমার নেশা তৌহিদ ভাই, এই জন্যই জীবনে বেশী কিছু করতে পারিনি………শুভ কামনা সব সময়।
রাফি আরাফাত
ছবিগুলোর প্রশংসা করতেই হবে, বেশ ভালো লাগলো, ভালো থাকবেন ভাই
কামাল উদ্দিন
বেশী প্রশংসায় আমি বিব্রত বোধ করি আরাফাত ভাই, শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
সবুজ-সবুজে অনন্য সুন্দর হয়ে গেছে ছবিব্লগ!
ছবিগুলো আগে মন ভরে দেখি, তারপর লেখা পড়বো।
এত সুন্দর সুন্দর ছবি আর ঘুরাঘুরির গল্প নিয়ে এতদিন কই ছিলেন বাইকার ভাইয়া!!! 😜😊
কামাল উদ্দিন
লেখায় ঠন ঠন বলেই ছবি দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করি আপু, শুভ কামনা জানবেন।
এস.জেড বাবু
শিমুলের সবুজ বন
আর যাদুকাটা নদী
অপার সৌন্দর্যের সমাহার যেন নিজের চোখে দেখলাম।
(৮) যাদুকাটায় পাথর সংগ্রহের নৌকা।
এই ছবিটাতে চোখ আটকে আছে।
কি চমৎকার !
অসাধারণ পোষ্ট ভাইজান।
কামাল উদ্দিন
ঐ অঞ্চলটা সত্যিই অসাধারণ বাবু, শুভেচ্ছা জানবেন।
এস.জেড বাবু
সময় পেলে এবং সংঙ্গি পেলে দিয়ে দিবো এক চক্কর।
শখটা পুষে রাখলাম।
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
সঙ্গী হিসাবে আমায় বিবেচনায় নিলে যাওয়ার সময় আওয়াজ দিয়েন
জিসান শা ইকরাম
আপনার চোখে দেখে এলাম সবুজ আর সবুজ,
নিজেও সবুজ হয়ে গেলাম।
ছবি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই।
কামাল উদ্দিন
এমন সবুজে মন হারাবে এ আর অস্বাভাবিক কি?
শুভেচ্ছা জানবেন ইকরাম ভাই।