
-তবে যে,
কি?
-একা হয়ে গেলাম,
যদি কথার ছলে মনে পরে তোমায়।
এমন কেনো তুমি?
আমারও যে কষ্ট হয় বোঝ না?
-তাহলে, ভালোবাসো?
না,
(প্রতিউত্তরে ভালোবাসি বলার অধিকার হারিয়েছি)।
-যদি রাত জাগি!
বড্ড ছেলে মানুষ তুমি,কথা তো শুনোনা।
-তবু ছেড়ে যাবে আমায়?
ক্ষমা করো আমায়,আসি
ভালো থেকো।
-শুনো,ভালোবাসি………….
১৮টি মন্তব্য
তৌহিদ
কথায় কথোপকথনরত ভালোবাসাবাসির বিরহ বেদনার কবিতা ভালো লাগলো।
শুভকামনে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
তৌহিদ
শব্দটি ছেড়ে যাবে হবে।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনাকে ধন্যবাদ,
ঠিক করে নিয়েছি।
নাজমুল হুদা
কথোপকথনে জমে যাক হারানো স্মৃতি।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
স্মৃতি গুলো টুকরো আকারে থেকে যায়।
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
বড্ড দেরি হয়ে গিয়েছে মনে হয়,
তাই চলেই গেলো।
লেখার থিমের সাথে ছবিটা চমৎকার মিলে গিয়েছে।
ভালো লেগেছে ছোট পোষ্ট।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনার জন্য শুভ কামনা
ছাইরাছ হেলাল
ভালোবাসা তো খুব কঠিন মনে হচ্ছে।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
আপনার তাই মনে হয়?
ছাইরাছ হেলাল
খুব অনভিজ্ঞ, তাই এমুন বলি।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনার জন্য শুভ কামনা,
সাবিনা ইয়াসমিন
ভালোবাসি কেন মুখ ফুটেই বলতে হবে!
ছেলেমানুষি বুঝেছো, আর ভালোবাসি বোঝো না!!
চলে যাওয়াই যদি হয় মেনে নেয়া,
তবে দূরেই থাকো….
ভালো লাগলো কবিতা 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
সাখিয়ারা আক্তার তন্নী
আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য,
আরজু মুক্তা
ভালোবাসা ছেড়ে যায় না।
প্রতিউত্তর, ছেড়ে বানানগুলো মিসপ্রিন্টিং হয়েছে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,আপু ঠিক করে নিছি
সুরাইয়া পারভিন
চোখের ভাষা বোঝা না ,মন পড়তে জানো না!
তবে কিসের ভালোবাসতে শুনি
সুন্দর লিখেছেন
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
কিসের ভালোবাসা……….
ধন্যবাদ