
সুযোগ পোষে পুরুষ
মুখে ধরে কামড়ে তুলে পর্দার মুখোশ
সময়ের বিষাক্ত লার্ভা
আমি নারী- কেন কুকুর সুযোগে ছাড়বা?
ছিঃ! দুঃসময়ে আমার
পুরুষত্ব ভুলে ডাক দাও; ঘুমন্ত জাত কুকুর
ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল
শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল
পুরুষ নাকি ভরসার হাত
বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু’ হাত
ছিঃ! অপবাদে আমার
নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।
নেত্রকোনা,ময়মনসিংহ।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন! তুলে ধরেছেন একটি জঘন্য পুরুসের সাইট
মোহাম্মদ দিদার
সুন্দর বাস্তবিক উপস্তাপন।
কিছু পুরুষ কুুরের চেয়েও খারাপ,
মোস্তাফিজুর খাঁন
ছিঃ! অপবাদে আমার
নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।
খুব সুন্দর একটা কথা বলেছেন,,, ভাই।। মনে গেঁথে গেল ।
প্রোফাইল নামটা খুব সুন্দর ।
আরজু মুক্তা
পুরুষ হয়ে পুরুষের অপবাদ দেয়া কেমন অনিভব করছেন!
তবে, ভালো লাগলো।
সাহসী পুরুষ!
আরজু মুক্তা
অনুভব হবে
নাজমুল হুদা
ভাবনার বিষয় কখনও নারী পুরুষ হয় না।
ভাবনা শুধু ভাবনা ।
ধন্যবাদ আপু 😍
রেজওয়ান
পুরুষতান্ত্রিক সমাজের কালো চেহারাটাই ফুটিয়েছেন😭
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
রেজওয়ান
নিয়মিত লিখুন ভাই😇পড়তে ভালবাসি✌
তৌহিদ
আপনিই সসত্যিকার পুরুষ! স্বজাতির মুখোশ খুলে দেয়া যা তা কম্ম নয়!!
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে প্রতিবাদের ভাষাও তার তিব্রতা দেখায়। পুরুষ, সে হবে কারো পিতা, ভাই, স্বামী,পুত্র, প্রেমিক, বন্ধু, প্রতিবেশি। রক্ষনের পথে তাকেই সর্বদা সম্মুখে দেখতে চাইবে সকলেই। তাদের কদর্যরূপ কারো নিকটেই গ্রহন যোগ্য নয়।
নৈতিক বিবেকবোধ হতে লেখাটি চমৎকার হয়েছে নাজমুল। আরও লিখো। শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
আপু,অনেক অনেক ধন্যবাদ 😍
নিতাই বাবু
পুরুষে রক্ষক, পুরুষেরাই আবার ভক্ষক। ওইসব পুরুষদের প্রতি ধিক্কার জানাতে হয়।