তুমি একটিবার স্পর্শ করে দেখো

মাছুম হাবিবী ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১০:১৪:৩১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নেশাটা আর কিছুক্ষণ থাকুক!

অল্প সময় লেপ্টে থাকি শরীর জুড়ে।

ভালোবাসাটা আর কিছুক্ষণ থাকুক

আমি মাতাল হই তোমার কামখেয়ালে।

তুমি সেজে এসে পাশে বসো,

চিবুকে চিবুকে নষ্ট করে দাও সমস্ত পবিত্রতা!

অামি অল্প একটু ভালোবাসা পেলে গুলিয়ে দেব সব।

তুমি একটিবার স্পর্শ করে দেখো

আমি নির্লজ্জের মত মুছে দেব সমস্ত ব্যথা।

১০৬৫জন ৯৯২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ