#সংকট//মাসুদ চয়ন”
নদীতে জোয়ার নেই-শাখায় শাখায় অধঃপতন বিভাজন বিচ্ছেদ
শাখাদের ভিড়ে মূলতট মরে যায়
মাছেরা কাদায় লুকায়-মরামরা দেহ ষরা
চোখপেয় হয় কি আর কালো পানকৌড়ি বুনোহাঁস!
পাহাড়ে ফাটল ধরেছে-এই বুঝি ভেঙ্গে পড়ে
বনানী আগুনে জ্বলছে-পাখিদের চোখে জল
হরিণী বুনো ঘাস খুঁজে-চেপে যায় আক্ষেপ
সবুজ ঘাসে হলুদ ক্ষত-নির্মূল বিবর্তন
এভাবে পৃথিবী মরছে-মানুষের কারণে
তবুও মানুষ হাসছে-নাট্যে গল্পে।
তোমাদের বর্জ্য স্তুপ নদীদের দিয়ে-নদীতেই জীবন খুঁজিলে
দেখো আজ মরা নদী জল হারা
বনভূমে মরা বৃক্ষ বিরহ সঙ্গীত বাজিয়ে কাঁদছে
তুমিও সুর ধরো হে বন বিরহীদের শোকে
দেখো আগুন ঝড়ছে মহাকাশ চুয়ে_
পৃথিবী ফিরে যাচ্ছে বিগব্যাং লগ্নে।
হয়তো দেখিবে তুমিও
চেয়ে দেখো সূর্যের র্যাশ বিগলিত হয়ে ছুটে আসছে।
৫টি মন্তব্য
শামীম চৌধুরী
হরিণী বুনো ঘাস খুঁজে-চেপে যায় আক্ষেপ
সবুজ ঘাসে হলুদ ক্ষত-নির্মূল বিবর্তন পায়
সহমত।
মনির হোসেন মমি
পৃথিবী ফিরে যাচ্ছে বিগব্যাং লগ্নে।
হয়তো দেখিবে তুমিও
চেয়ে দেখো সূর্যের র্যাশ বিগলিত হয়ে ছুটে আসছে।
চমৎকার অনুভিতি। ঈদ শুভেচ্ছা।
মাসুদ চয়ন
কবিতাটি সুন্দর পৃথিবীর ধ্বংসের পথে ধাবিত হওয়ার স্মারক চিহ্ন বহন করছে।ধন্যবাদ কবিকে এমন সমৃদ্ধ কবিতা উপহার দেয়ার জন্য।শিল্পকে পৃথিবী বুঝতে শিখুক।
আরজু মুক্তা
ঈদ মোবারক
ইঞ্জা
সুনির্মিত লিখণ, বিমোহিত হলাম।