
শেষ বিকেলের সূর্যের মত
চোখ লাল করে আমাকে দেখো
আমি একটি কবিতা উপহার দিবো।
রংধনুর মত ভিন্ন ভিন্ন রং দিয়ে
কোমল হাতের নখগুলো রাঙ্গিয়ে নাও
আমি একটি কবিতা উপহার দিবো।
পাড়ার লাজুক নববধূর মত
অভিমানে ব্যক্ত অব্যক্ত ভাষা
পাগল,শয়তান ডেকে গালি দাও
আমি একটি কবিতা উপহার দিবো।
ফাল্গুনের হঠাৎ বৃষ্টির মত
একটু নিরাপদ সীমানায় দাঁড়িয়ে
আমার দেওয়া কষ্টে অভিমানী কান্না করো
আমি একটি কবিতা উপহার দিবো।
জীবনানন্দ দাশের চাল ধোঁয়া
কিশোরীর কোমল হাতে আমাকে
আলতো আলতো স্পর্শে আঘাত করো
আমি একটি কবিতা উপহার দিবো!
হে অনাগত বালিকা
স্পষ্ট কিংবা অস্পষ্ট স্বরে
একাকীত্বে সজ্জিত মনের দরজায় কড়া নেড়ে
বলো– ”শুধু তোমাকেই ভালোবাসি”
আমার কবিত্ব তোমাকেই উপহার দিবো
ভেবে দেখো!
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
দারুণ লিখেন আপনি।আমি একটি কবিতা উপহার দিব।লেখায় অনাগত বালিকার আগমন হউক,কবির মন শান্ত হউক,,,লেখায় ভরে উঠুক সোনেলার উঠোন।
নাজমুল হুদা
অনাগত বালিকারা শব্দে আর কবিদের কল্পনায় সুন্দর ।
ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
অনাগত বালিকার আগমনে কবির জীবন পূর্ণ হোক, শুভ কামনা। 🌹🌹
নাজমুল হুদা
সময়ের প্রয়োজনে অনাগত বালিকা শব্দের খোলস একদিন আসবে , সেই অপেক্ষায় কবিরা ।
ধন্যবাদ আপু 😍
জিসান শা ইকরাম
এমন সুন্দর করে লিখলে অনাগত বালিকা অবশ্যই বলবে ”শুধু তোমাকেই ভালোবাসি”
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া – শুধু আপনাকেই ভালোবাসি ।
কবিতা ভালো লাগে বলে।
মোঃ মজিবর রহমান
অনাগত বালিলা বললে কবিমন সবই করতে পারে। কবির কবিতা আরো চাই।
নাজমুল হুদা
বিশ্বের যা কিছু সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর ।
ধন্যবাদ ভাইয়া কবিতা আরো দিবো , দোয়া চাই।
মোঃ মজিবর রহমান
লিখুন আর ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখনী
পড়ে ভালো লাগলো খুব।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতা মানে অনুভূতির শিহরণ
আরজু মুক্তা
প্লিজ,আমাকেও একটা কবিতা উপহার দিয়েন!!
কেমনে লিখলেন, এতো সুন্দর করে।।
নাজমুল হুদা
হা হাহা হা, আপু আগে ভেবে দেখুন । আমি কেমনে লিখছি নিজেও জানি না ।
কবিতা তো সবার উপহার ।
তৌহিদ
বাব্বাহ! কবিতা উপহার দেবার এত এত উপমা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই।
সুন্দর লিখেছেন
নাজমুল হুদা
উপমাগুলোও কবিতা ভাইয়া
শাহরিন
বালিকারা আসুক তার পরে আমরা একটু সুখ ও প্রেম প্রাপ্তির আরো কিছু সুন্দর শব্দের বাগান দেখতে পাবো। ধন্যবাদ।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍