কথাবার্তার লাশ

নাজমুল হুদা ৬ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩৯:১৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আত্মা শূন্যে বাষ্প হলে কোলে তুলো বাস্তব লাশ;

আর কোনো লাশ ছুঁয়েছো কেউ- দেখো?
তাঁর বুকে লাশের রং ছটা আনাগোনা
ওরা লাশ? বিশেষ পদ্ধতিতে তাতানো লাশ!

মুখোশের থাবায় ভরাডুবি ক্ষত
একের ভিতর ছয়- বাঁধাই করা সব ফুটানো লাশ।

ফেরাউনের ছোবলে
নন্দিত সেই মেয়েটা বাপের ভিটায় আধগলা লাশ
ইতিহাস ঘুরে ফিরে
উনিশের ভাঙ্গা চোখগুলো ফেরি করে লাশের প্রবন্ধ
পোষাতন্ত্রের গলাচিপায় ঝুলে থাকে শান্তির কবুতর।

পশ্চিম বাড়ির সুতো ছিঁড়ে থকথকে বুকে
বিশ্বায়নের গোলাপী দাঁতে দাঁত কামড়ে
ভূমিষ্ঠ তোমার আমি; ধর্মকানার থ্যাঁতলানো কফিন।

নেত্রকোনা, ময়মনসিংহ।

১১১৭জন ১০২১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ