প্রলাপ —-!

সকাল স্বপ্ন ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৫৮:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

রাফসান এখন ও ঘুমাতে পারে না কালো ছায়া
এখন মাঝ রাতে হানা দেয় হাফিয়ে উঠে জেগে বসে আশপাশ দেখে আবার জানাল দিয়ে বাহিরে দেখে না সপ্ন টা সত্য ছিল না,
মাথা ঝিম ধরে আছে দেহ অবস মত লাগছে এক গ্লাস পানি খেয়ে দম নিয়ে
একটা নিকোটিন এর বিষ টা ধরালে,
ফেলে আসা কিছু বছর এর অশুভ ছায়া কিছুতেই পিছ ছাড়ছে না
সব মানুস এক রকম হয় না বলে ই সে কিছু মানুসের মত ভিন্ন,
যে নিজেকে নিজে বুজাতে পারে তার মত অপর কেহ পারে না
তারপরেও পাশে থাকার মত কেহ একজন জরুরি কিন্তু সেটা বউ হতে হবে এমন টা কথা নেই,
দেশ ছাড়ার পর নিজেই নিজের অভিভাবক হয়ে গেছে এখন
মন কে সব সময় বুজায় এইতো আর অল্প পথ বাকি পারবে তুমি!
কিন্তু রাতে ঘুমাইলে আবার ও হানা সেই অশুভ ছায়া,
রাফসান এর মত সবার জীবন এমন টা আসে কিন্তু সেটা বেশি আর কম
এই যা!
জীবন থেকে শিক্ষা নিয়ে যে মানুস এই পন করে সে যা কষ্ট পেয়েছে
তা তার আগামী ভবিষ্যৎ যেন না পায় তার শেষ চেষ্টা করে যাবে,
তবে আগামী ভবিষ্যৎ তাকে প্রতি নিয়ত মনে রাখবে স্পন্দন এর মত,
প্রবিত্র ভালবাসা জমানো কখন সহজ নয় যতদিন না সে নিজেকে সরল রাখবে,
রাগ অনিয়ন্ত্রণ, অতি মাত্রার আবেগ,ছন্নছাড়া জীবন,ও অহংকার
মানুস কে পশু বানায় প্রতিনিয়ত,
নামে মানুস থাকার চেয়ে মন থেকে মানুস হওয়া এত সহজ নয় যতদিন না
কেউ সচেতন হয়,
লিখা পড়ে মনে হতে পারে বিষয় টার কন আগা মাথা নেই
কিন্তু যখন মন থেকে পরবেন তখন মনে হবে এ কথা আপনার,

——♥♥♥

অনেক দিন পর লিখতে পারলাম
যদিও চেষ্টা ছিল আগে ফিরার কিন্তু নিয়তি!
সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল
আশা করছি আমার এই আগমন এ আপনাদের প্রেরণা থাকবে,
ভুল গুল ধরিয়ে দেবেন পথ দেখিয়ে দিবেন এই কামনা করছি।

লিখায় – সকাল সপ্ন~
তাং- ২৫-০৪-২০১৯

২০১৫জন ১৮৮১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ