“ভানুমতী”- সমরেশ বসু

গালিবা ইয়াসমিন ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ১২:০৩:৪২পূর্বাহ্ন বুক রিভিউ ৯ মন্তব্য

বইঃ ভানুমতী
লেখকঃ সমরেশ বসু
প্রকাশকঃ দেবকুমার বসু মৌসুমী প্রকাশনী
প্রচ্ছদশিল্পীঃ প্রণব শূর
মোট পৃষ্ঠাঃ ১৯৩
মূল্য: ষোল টাকা (ভারতীয় মুদ্রা)
পাঠ্য প্রতিক্রিয়া :
প্রথমে লেখক সম্পর্কে কিছু বলি – সমরেশ বসু হচ্ছেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক। ‘কালকূট’ ও ‘ভ্রমর’ তার ছদ্মনাম। ১৯৮০ সালে তিনি “সাহিত্য অকাদেমি” পুরস্কার লাভ করেন। আমি এই প্রথম তার লিখা কোন বই পড়লাম ।
“ভানুমতী” – ‘সিপাহী বিদ্রোহ’ তার পরবর্তী ‘নীল বিদ্রোহ’ এই চলতি সময়ে রচিত একটি উপন্যাস। এই উপন্যাসে লেখক মূলত হিন্দু ধর্মের মধ্যকার জাত পাতের ভেদা-ভেদের কুশ্রী রূপ তুলে ধরতে চেয়েছেন আর সাথে করে নীলকরদের অত্যাচার । ভানুকে মিথ্যা কথা বলে লোভী ব্রাহ্মণ অন্য গ্রামে বিক্রি করে দেয় আর সেখানে তাকে বিয়ে করে এক ঠাকুর । কিশোরী ভানু ধীরে ধীরে যুবতী হয়ে উঠে ঠিকই কিন্তু তার মন থেকে শিশু সুলভ আচরণ যায় না । অনেক ভাঙ্গা-গড়া ঝড়-ঝাপটার পর সে একটা শক্ত অবস্থান পায় মাথা উচু করে বাঁচবার কিন্তু সেটাও ক্ষণস্থায়ী হয়ে পরে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন আর বাল্য বিবাহ এবং বহু বিবাহ বন্ধের জন্য আন্দোলন শুরু করেন কিন্তু ওই সময় ভানুমতীর স্বামী ঠাকুরের গ্রামে দুই ভিন্ন জাতের নারী – পুরুষ পরস্পরকে বিয়ে করতে চাওয়ায় বাবা নিজ হাতে তার মেয়ে কে খুন করে বসে । এসব কিছু মিলিয়ে লেখক খুব সুন্দর ভাবে উপন্যাস টা রচনা করেছেন। আমার কাছে লেখকের লিখার ধরণ চমৎকার লেগেছে কারণ একটা লাইনের সাথে আরেকটা লাইনের অদ্ভুত রকমের ছন্দের মিল রয়েছে আর কথোপকথন গুলো এমন ভাবে আঞ্চলিক ভাষায় লিখেছেন যে পড়ার সময় মনে হয়েছে চরিত্র গুলো চোখের সামনে কথা বলছে ।
সব মিলিয়ে ভালো লাগলো সম্পূর্ণ বই । “সমরেশ বসু ” এর লিখা “ভানুমতী” উপন্যাস সংগ্রহ করে পড়ে ফেলুন ।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

৯৮৭জন ৯৮৭জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ