অপ্রেম\——অরুণিমা মন্ডল দাস
তুমি আমাকে প্রেম কেন দিতে চাও না? আমি বুঝি প্রেমিকা নই? আমাকে কেন গাছের আড়াল করে রেখো—কেনই বা তোমার বুকের নরম শঁাস আমাকে শঁুকতে দাও না–জানো কতদিন হল তোমার ছায়া তোমার অনুভূতি সারা গায়ে মাখতে পারি না —আমি মুখ ফুটে বলতে পারি না আমি কাকুতি মিনতি করতে পারি না হয়তো ভুল করে ফেলি কিছুটা অণ্যায় করে ফেলি—সবই তো তোমার দায় —তোমার একটা অঙ্গ যদি ভুল করে তঁাকে কি কেটে ফেলবে?আমি তোমার অঙ্গ তোমার ভালো লাগার প্রথম মুহূর্ত—তোমার আবেগের একমাত্র সংযোগস্থল আমি—আমি জানি তুমি আমাকে এখন ও ভালোবাসো আমার জন্য কান্না কর আমাকে মনে মনে গালি দাও—আসলে আমাকে ভালোবাস না ছেড়ে যাবে সেটা আমি বেঁচে থাকতে বিশ্বাস করতে পারি না পারি নি পারব না—তুমি আমার ই থাকবে অণ্যের হয়েও —হৃতপিন্ড থেকে রক্তগুলো আমাতেই কান্না করবে—প্রতিটি দুঃখের আপশোষের চরম সুখের শ্বাসপ্রশ্বাসে আমিই থাকব—
প্রতিটি অপ্রেমের কঁাটার ক্ষতে ক্ষতে প্রেমের গভীর প্রলেপ লাগানো থাকে
কেও দেখতে পায় কেউ পায় না
কেউ বোঝে কেউ বোঝে না—?
২টি মন্তব্য
মায়াবতী
এটা কি কবিতা টাইপের কিছু ! আমি অবশ্য কবিতা খুব ই কম বুঝি কিন্ত যত টুকু বুঝেছি তা খুব হৃদয় ছুঁয়ে গেছে আমার। আরো লিখুন , আরো হৃদয় কে ছুঁয়ে ছুঁয়ে যাক ….
অরুণিমা মন্ডল দাস
(3