আশালতা

এজহারুল এইচ শেখ ১৩ অক্টোবর ২০১২, শনিবার, ০২:২৩:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, সাহিত্য ৫ মন্তব্য

তোমাকে নিয়ে,
আমি হয়েছি
নীলকন্ঠ!
ক্ষনিকে তুমি,
সাগর সাঁতারাও,
কাঠি বেয়ে,
চাঁদে ঝাঁপ দাও,
আবার রাস্তায়,
পড়ে পড়ে কাঁতারাও!

আশালতা,
তুমি যখন ক্ষত-বিক্ষত,
জীবন যুদ্ধে,
তখন আমি তোমার জন্য,
আমার পেটে পাথর বাধি,
তখন আমি হই নবী!
এখন তুমি,
স্বর্গের পথের পথিক,
আশালতা!
আর তুমি শুনতে পাওনা!
ক্ষুধার্ত শিশুর,
রাত দুপুরের কান্না!
শুনতে শুধু পাও,
তোমার চিত্রে অপমান!

আদি কাল থেকে ,
আসে আর না খেয়ে,
স্বর্গে যায়!
তুমি সেই বোধির,
বহুরূপী রও!

@ বাড়ি,
তারিখ-১২/১০/১২
সময়-১ঃ০৬ দুপুর

৬৯৪জন ৬৯৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ