সচরাচর আমি চিড়িয়াখানা ব্যবস্থার বিরুদ্ধে কারণ পশু পাখি থাকবে জঙ্গলে আর মানুষ থাকবে সমাজে ( সুস্থ সমাজে ) ।
যে মানুষটা এ খাঁচা পদ্ধতি চালু করেছিলো পশু পাখি দেখে বিনোদন আর জ্ঞানে অর্জনের জন্য সে নিশ্চয়ই বুঝতে পারে নাই একটা সময় মানুষ পশুর মতো আচরণ করা শুরু করবে ।
কিন্তু ঠিকই ওই সময়ের পর থেকে মানুষ পশু পাখি এসব প্রাণীদের খাঁচায় বন্ধী করছে আর নিজেরা মনুষ্যত্ব নামক চাঁদর খুলে এক জানোয়ার নামক খোলসে নিজেদের বন্দী করে নিচ্ছে ।
তাই প্রত্যেক মানুষের উচিৎ কিছুদিন পর পর চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া , এতে করে সবাই বুঝতে পারবে খাঁচার ভীতরে থাকা প্রাণীটা আর খাঁচার বাহিরে থাকা প্রাণীটার মধ্যে পার্থক্যটা কতো বিশাল ।
– গালিবা ইয়াসমিন
(২৬/০৫/২০১৮)

৪৭৯জন ৪৭৯জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ