“আলপনা করিম”
দিনান্ত করেছি তোমার জন্য
আঁখি মেলে দেখি রাত ভোর হলো প্রায়!
দিনে দিনে এমনি করেই দুঃখ, কষ্ট, ক্লান্তি
ভিড় করে হৃদয়ে গড়েছে অভিমানের পাহাড়।
প্রতিটি মৌন বিকেলে আমি আমার নীল কষ্টগুলোকে
সবুজ রঙ দেয়ার চেষ্টা করেছি।
ঝড়াপাতা মাড়িয়ে চলা এক বিকেলে ম্রিয়মাণ সূর্যকে ফিসফিসিয়ে বললাম, নাওনা গো…
আমার দুঃখগুলোকে তোমার সাথি
করে নিয়ে যাও চিরতরে।
অস্তগামী সূর্য হঠাৎ বলে উঠলো, তবে কি ভালোবাসবে আমায়? আগামী দিনগুলোতে আমার তাপের প্রখরতায় শুষে নেবো তোমার সমস্ত কষ্ট, অভিমান আছে যত।
একটু শান্তির আশায় গেলাম সাগরের কাছে,
গিয়ে দেখলাম এ এক অন্য রূপ তার!
কূলজুড়ে জল, বুকভরা ঢেউ আর নেই।
কৃষ্ণপক্ষের ভাটা তার বুকের অনেকটা শুষে নিলেও প্রাণভরা উচ্ছ্বাস কিন্তু তার ঠিকই আছে।
বললাম একটু স্বস্তি দেবে আমায়?
গর্জন করতে করতে সাগর বললো,
যদি ভালোবাসা তবে বুকে এসো নিয়ে যাবো বহুদূর!
কথাটায় কেমন আঁচড় কাটলো বুকে
স্বার্থপরতার গন্ধ পেয়ে ফিরে এলাম
নোনা জলে ভাসিয়ে দু’চোখ।
ঝরনার অবিরাম হাতছানি উপেক্ষা করতে না পেরে
ছুটে গেলাম তার কাছে।
ঝরনা আমায় আপ্লুত করে, আকুল করে হৃদয়,
প্রেমাক্রান্ত করে মন।
তার অবিরাম ঝরনাধারায়
নয়নজলে সিক্ত হচ্ছি বারবার।
সবুজ বনানীতে ঘেরা পাহাড় আমায় ডাকছে,
শুনছি তাই কান পেতে।
বৃষ্টির পায়ে নূপুরনিক্বণ তুলে বাতাসেরা ছান্দিক লয়ে সুখের পসরা সাজায়।
পরক্ষণেই ভাবি, নিকষ কালো কষ্টে স্থির হয়ে থাকা পাথর, মাটির কান্নাই বা শুনে ক’জনা? তাই ভেবে উদাস নয়নে আকাশে চোখ রাখি।
আকাশের নীলে হৃদয়ের সব রঙ মিলিয়ে মেঘের ভেলায় ভেসে যেতে যেতে হঠাৎ থমকে গেলাম আমি।
সম্বিত ফিরে পেলাম যেন।
মনে মনে ভাবলাম আকাশ সেতো অনুভবের বিষয়, হৃদয়ে তা ধারণ করতে হয়।
আমি না হয় নিজ ভুবনেই থাকি মনের ঘরে আকাশ এঁকে রাখি।
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
আমাদের সোনেলায় স্বাগতম আপনাকে -{@
এখন হতে এই সোনেলা আপনারও,
থাকুন আমাদের সাথে সবার একজন হয়ে।
শুভ কামনা।
আলপনা করিম
ধন্যবাদ সুপ্রিয়। খুব ভালো থাকুন।
ইঞ্জা
সুস্বাগতম আপু, আপনিও আজ থেকে সোনেলার একজন, নিয়মিত লিখুন এই উঠোনটা আজ থেকে আপনারো।
লেখাটি চমৎকার ও মনোমুগ্ধকর, খুব ভালো লাগলো আপু।
আলপনা করিম
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের আঙ্গিনায় পপদার্পণ করে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি আপনাদের মাধ্যমে আরও ঋদ্ধ হওয়ার সুযোগ পাবো। খুব ভালো থাকবেন। পাশে থাকবেন।
ইঞ্জা
আপনি আমার প্রিয় বোনদের একজন, ভাই যে পাশে থাকবে তা সহজেই অনুমেয়।
জিসান শা ইকরাম
নিজ ভুবনটিই সবচেয়ে বড় আশ্রয়,
অনেক ভাল লেখেন আপনি।
শুভ কামনা।
আলপনা করিম
অনেক ধন্যবাদ আপনাকে। জি আপনি ঠিকই ধরেছেন। আমার লিখার সারকথা এটিই ছিলো।
নীলাঞ্জনা নীলা
আকাশের মতো নিঃস্বার্থ আর কেউ নয়। আপনার এই আকাশী মনটাকে স্বাগত জানাচ্ছি আমাদের সোনেলা নীড়ে।
আরোও লেখা পাবো, আশায় রইলাম।
আলপনা করিম
ধন্যবাদ আপু। আমি আকাশ হতে চাই। ইন শা আল্লাহ্ লিখবো। খুব ভালো থাকুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দুঃখে সুখে মান অভিমান যাই হোক না নীজালয় শান্তির ভান্ডার।সোনেলা আমাদের তেমনি নীজালয় ছোট্র সুখী পরিবার।এখানে কথা বলুন মন খুলে আমরা আপানাকে স্বাগতম জানাচ্ছি।সু স্বাগতম। -{@
আলপনা করিম
ধন্যবাদ সুপ্রিয়। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম।