ধ্যাত্তরি না ভাল্লাগে না
জীবনটাকে আর সহ্য হয় না,
আয়ু শেষের করি যে প্রার্থনা
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
রঙের মেলায় রং দেখি না না
শুধু কালো রংয়ে আর পথ যে চিনি না,
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
নীতি কথায় আর চিরা ভাজেঁ না
উল্টো পথে উল্টো নিয়মে,আছে যে বেশ ভালোই তারা,
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
নিয়তের নামে আর বরকত যে হয় না
নূন আনতে পানতা ফুরোয়,কারো খাবার ডাষ্টবিনে যায়
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
সবুরে নাকি মেওয়া ফলে
দেখছি আমি ভাবছি আমি কলি কালের দৃশ্য বড় দামী,
ধরো,মারো,কাটো তারাই আজকে জীবন সাফল্যের স্বামী।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
কথায় নয় কাজে হও বড় এই কথাটি আর চলে না,
ভোটের সময় নেতা কয় যে কত কথা,ওমুক করব তমুক করব
সিংহাসনে হলে যে বসা খোজ না পাই আর কোন পাতি নেতা।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
চলছে গাড়ী নিজ নিয়মে মৃত্যু হার কমছে না!
ধর্ষকেরা করছে কু-কাম মা বোন মানছে না,
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
জাত বিজাত কিছুই বুঝি না,
সবার উপরে যদি মানুষ সত্য,
তবে মানুষ করছে কেনো আবার নিজেরা সংঘর্ষ!
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
স্বাধীনতার দীর্ঘ যুগেও স্বাধীনতা অর্জনে মুল্য পাই না,
পরাধীনতার শিখল ভাঙ্গল যারা,তারাই আজও অবহেলায়!
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
আমি বুঝি না,নাকি তুমি বুঝো না,
কোটা আন্দোলনে  এ কোন যোগ,
রাজাকার সাজঁতে তোমার বুক কাপে না!
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
দেশটা যেন মগের মুল্লুক,
অমুক করছি তমুক করছি,
বঞ্চিত অভাবীর অভাব যেন পিছু ছাড়ছে না!
সাম্যহীনতার করালগ্রাসে আম জনতার জীবন আর যে বাচে না,
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
বাজারের আগুন কেউ নিবায় না
তুমি হলে কোটিপতি আমি হলেম নাই পতি,
বাজারেতে ক্রয় করছি ধরে সমান পতি!
ধ্যাত্তরি না ভাল্লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
জীবন লাইফের অর্জন কিছুই হলো না.
এক জীবনে এতো ছোট আয়ু,জন্মের হলো আবার কেনো মৃত্য!
আবারো কোথায় যাবো আমি সব ধর্মের একই বাণী
আসিয়াছো হতে যেথায় যাবে চলে আবার সেথায়
পাপ-পূণ্যের অভিনয়ের ভুবনে,
মানব সকল অভিনয় করে বেড়ায়।
ধ্যাত্তরি না ভাল্লাগে না
জগৎ-সংসার আর মজা লাগে না।

ধ্যাত্তরি না ভাল্লাগে না
এতো চিন্তা মাথায় ধরে না,
জগতের এমন বৈষম্য খেলায় আমি যে ভাই বেমানান!
ধ্যাত্তরি না ভাল্লাগে না,
লিখতে যে আর পারছি না।

৮৫০জন ৮৫০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ