আমার সারা দেহে ঘূণে পোকাড় বসবাস
মনে আমার কালি,
শুভ্রতার পরশে কেমনি করি
এ দেহ পবিত্রতার ঘড়ি।

আমার মন ভালা না জাত ভালা না
করি কেমনে এ মানব জাতের বড়াই
সেবাই খোদা সেবাই ঈশ্বর-ভগবান
করিবে কি ভাবে বরণ এ মানব জাত।

আমি এই আছি এই নেই,অমরত্বের;
নেই যে আমার গ্যারান্টি
কই আছিলাম কই যে যাবো,
কে বলবে তার সঠিকস্থান,
বিশ্বাসে চলে ধর্ম;ঘটে পাপ পূর্ণ সবিই তার ইশারায়
মানবকুল যে এখানে বড় অসহায়।।

আমার এ যাওয়া আসার মাঝে
অমিমাংশিত থেকে যায় সৃষ্টির রহস্য
কেনো বা জন্মিলাম আমি,
কেনো বা হবে যে মরতে।

কি কারনে,কি বা উদ্দ্যেশ্যে সৃষ্টি এ জগৎ সংসার আমার,
কাদিয়া এসেছি ভবে এক দিন,
কাদিয়াই নেবো যে বিদায় ইহজগতের,
কেউ রাখবে না মনে আমায় চারদিনের মাথায়,
সৎ কর্মই আমাকে করবে যে অম্লাণ।

আপণ আপণ ভাবি যাদের কেউতো আপণ নয়
মিথ্যের পৃথিবীতে সবাই যেনো মিথ্যেকেই আপপণ করে লয়
আজকে আমি রাজপতি কালকে আমি ফকির
দুদিনের এ মায়ার সংসারে আমরা সকলি যেন মুসাফির।

৬৯১জন ৬৯১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ