শুঁকনো ঝুড়িতে লেগে থাকা সেই লাল দাগ
উন-চল্লিশের গেঞ্জি জামা গার্ল ফ্রেন্ড গুলো কেমন যেন অচেনা
গায়ের গন্ধ ও পরপর ভাপসা দমবন্ধ গুমোট
অতীতের যে ভীষন রাগ
স্মৃতির বারান্দায় বারবার মাংস-ভাত কচুরী খেতে আসে
সবশেষে কটা থাপ্পড় আর চোখে জল ভরিয়ে
চাঁদের কাপড়ে গা ঢাকা দেয়—
অতীতের কানগুলো অনেক লম্বা
অনেক গভীর,
কষ্টের সিঁড়ি বেয়ে বারবার অতীতের ছাদে উঠতেই থাকি
যন্ত্রনায় মূর্ছা যাই-
তবুও ভালো লাগে ওইটুকু কিশোরকুমারের বিরহের গান শুনে হালকা হতে–!
============
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভাল হয়েছে অরুণিমা,
নিয়মিত লিখছ না কেন?
নীলাঞ্জনা নীলা
এতো চমৎকার উপমা, আমি মুগ্ধ হয়ে গেলাম।
মোঃ মজিবর রহমান
কষ্টের সিঁড়ি বেয়ে বারবার অতীতের ছাদে উঠতেই থাকি
যন্ত্রনায় মূর্ছা যাই-
হুম দিদি অতীত কষ্ট বারংবার আসে ভুলা যায়না। ভাল লাগা রেখে দিলাম।