অপরাহ্ণের ম্লান রোদ্দুর, ছায়াশীতল বিষন্ন পথ
ডেকে বলে,”চলে এসো পথ চলি
গোধূলি এখনো অনেক বাকি।”
আলস্যের তপ্ত দুপুর, রুক্ষ জট পাকানো চুলে ঢাকা পড়েছে শীর্ণ কপাল
কালি ঢালা দুটি চোখে ঘুমের আবেশ
অপরাহ্ণের এ ম্লান রোদ্দুর এক ফোটা লাবণ্য এনে দিবে কি এ মুখে?
বিষন্ন পথ মাড়িয়ে মাঠের এ প্রান্তে অপেক্ষামান গোধূলী।
এ যেন ঠিক, জীবনের অকাল বসন্তের কপালে সিন্দুরের টিপ।
তপ্ত দুপুর ক্ষণিক, নাকি গোধূলী ক্ষণিক?
পরিমাপ যাই হোক, সূর্যালোক শাশ্বত
তবু গোধূলির প্রতি আকর্ষণ তার অফুরন্ত।
শিশির ভেজা সকাল, তপ্ত দুপুর, ম্লান অপরাহ্ণ, দিনশেষে গোধূলী সবই বিধিবদ্ধ, গতানুগতিক।
,,,মৌনতা রিতু,,,,,,
৫/০৯/১৭.
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
তপ্ত দুপুরই ক্ষনিকের, যদিও রেশ থেকে যায় তপ্ত দুপুরের।
সব কিছুই জীবনের অংশ, গতানুগতিক হলেও।
ভাল হচ্ছে লেখা,
শুভ কামনা।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
সময় পরিক্রমায় তোমার লেখা যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছে। জট পাকানো শব্দগুলো একটু একটু করে খুলে যাচ্ছে। শব্দের খেলায় তুমি জিতে গেছো আপু। কবিতার কথা কী আর বলবো! মন ছুঁয়েছে। -{@
মৌনতা রিতু
ধন্যবাদ নীলনদ। ভাল থেকো সবসময়।
ধুর! এখন শব্দ পালায় শুধু। ধরতেই পারছি না। সময়ই দিতে পারছি না ঠিকমতো।
ভাল থেকো। -{@ (3
নীলাঞ্জনা নীলা
শব্দ পালায়! বাহ এই দিয়েই তো লেখা হয়ে যায়। বিষয়টা ঠিকমতো তুলে ধরো। ভাবো, ভাবো, ভাবনার বিকল্প আর কিছুতে নেই।
ভালো থেকো তুমিও। -{@
নিতাই বাবু
চমৎকার বর্ণনা!
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
সুন্দর দুপুরের উপস্থাপনা।
এত সুন্দর যে মনে দাগ রেখে গেলো।