মা-বাবা।

মোঃ মজিবর রহমান ৬ আগস্ট ২০১৭, রবিবার, ১০:০৭:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

মা তোমার মর্ম না বুঝার পূর্বে

চলে গেলে আমায় ছেড়ে

দূরে দূরে ছিলাম হয়তো ক্ষুদার পৃথিবীতে

দু’মটো অন্ন যোগাতে,

শুরু লেখাপড়া দুরদুরান্তে।

একাডেমিক গরিবের শেষ করিনু

চাকরির পিছু ছুটিনু।

রইয়েই গেলো দুরত্ব!

রাজপথে জীবন সংগ্রাম চলমান

বেকারত্ব! বেকারত্ব কিন্তু জিবন বহমান

সময় সেতো চলমান, আমি স্থিরমান

বয়স যায় ছোট্ট হইয়া, আসে অল্পমান।

অফিস আসাপথে দিলাম বিদায় মাগো তোমায়

তুমি যাও আমি যাব আগামী সপ্তায়,

এই বিদায়, এইদিন যে শেষ তোমার হবো

ভাবিতাম কি কভু কখনো।

দয়াল আল্লাহ মা-বাবা আসন

বেহেস্ত নসিব হয় যেন ।

একবছরের মাঝে হারিয়েছি আমি আমার মা ও বাবাকে। তাঁদের জন্য আমার সাধ্যমত করেছি হয়তো পরিপূর্ণ সেবা হয়নি এখন ভাবি।

৪৫৯জন ৪৫৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ