অকৃতকার্য

আবদুর রাহমান নাঈম ৪ মে ২০১৭, বৃহস্পতিবার, ০৮:১৫:১৩অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য

সবাই যখন রেজাল্টের খবর শুনে মিস্টির দোকানে ভীর জমাচ্ছে তখন রেজাল্ট খারাপ করারা ঘরের কোনে একলা বসে অশ্রুর ভীর জমাচ্ছে।
..
রেজাল্ট ভালো করে যখন কেউ ফেসবুকে স্টাটাস দেয় ঘরের কোনে একলা সেই ব্যাক্তিটির অশ্রুর ভীর আরো বেড়ে যায়।
..
সন্ধায় বন্ধুরা যখন পার্টিতে মেতে উঠে সেলফি আফলোড করে, তখন গতকালও এমন পার্টি করবে বলে ভেবে থাকা সেই রেজাল্ট খারাপ করা মানুষটার একাকিত্ব আর মন খারাপ আরো বেড়ে যায়।
..
মিস্টি হাতে যখন প্রতিবেশি অথবা কল করে কেউ বলে ভাবি আমার ছেলেতো জিপিএ-৫ পেয়েছে আপনার মেয়ে কি পেয়েছে????তখন ঐ মায়ের চোখের কোনে এক বিন্দু জল আর নিঃশব্দে কান্না করা একটি রাতের গল্প হয়তো সবার অজানাই রয়ে যাবে।
..
আাগামীকাল যেই পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রঙ্গীন ছবিতে ভিক্টোরি সাইনে মেতে উঠা কৃতকার্য ছাত্র ছাত্রীর ছবি ছাপানো হবে সেই পত্রিকায় মাজের পৃষ্ঠায় কালো অক্ষরে সিলিং ফ্যানে ঝুলে যাওয়া কিছু তরুন তরুনির কলাম লেখা হবে যে পৃষ্ঠা হয়তো অনেকেই উল্টাবেনা।
..
আজ বিকেল থেকেই অনেক বাবা মা ঘর থেকে বের হচ্ছে না শুধু একটি প্রশ্নের ভয়ে “আপনার ছেলে মেয়ের রেজাল্ট কি????”
..
কোন সমাজের লোক লজ্জার ভয়ে তোমরা??? যে সমাজ সফলের পিছনে হিংসা ভরা মন্ত্র নিয়ে ঘুরে।
..
কোন সমাজের লোকলজ্জার ভযে তোমরা??? যে সমাজ বিফলের কাঁধে হাত রেখে একবার বলতে পারে না তুমি চেষ্টা করো আরো একটি বার।।।

৫৭৯জন ৫৭৭জন
0 Shares

৩টি মন্তব্য

  • মৌনতা রিতু

    তবে এ কথাও ঠিক, রেজাল্ট খারাপ হওয়াও ঠিক না। রেজাল্ট খারাপ হবেই বা কেন। পড়তে হবেই। ছাত্রজীবন মানেই কর্মঠ জীবন, পরিশ্রমের ও কঠোর পরিশ্রমের জীবন। কিন্তু এই পড়াশুনা মানেই হলো সার্বিক একটা জ্ঞান। তাকে সব বিষয়েই সামনে আগাতে হবে।
    গতকাল জওহরাল নেহরুর বইগুলো সব ঘাটছিলাম, এখানে ভারতবর্ষের স্বার্বিক একটা জ্ঞানের বিষয়ে পড়লাম। আমরা ইউরোপ এর মতো দেশগুলো থেকে কেন পিছিয়ে আছি।
    যাইহোক পড়তে হবে, হবেই। ফেল কেন করবে! তারমানে সে বাচ্চা পড়েই না। না পড়লে শিখবে কি করে।

  • নীলাঞ্জনা নীলা

    আমার মতে ফেল করলেও নিজেকে মেরে ফেলাটা ঠিক নয়। বাবা-মাকেই সেটা বোঝাতে হবে।
    মাঝে-মধ্যে অনেক মেধাবীও ফলাফলে নীচে নেমে যায়, হয়তো দেখা যায় ওরা ফাঁকি দেয়নি। কর্ম সবসময় সঠিক ফল দেয়না।
    আশা করবো এ বছরে আত্মহত্যার কোনো খবর না পাবার।

  • নীহারিকা

    ফেল করাটা যদিও দু:খজনক কিন্ত তাই বলে এটাকেই জীবনের শেষ বলে ধরে নেয়া বোকামি। জীবনে আরো বহু পরীক্ষা থাকে সেগুলোতে হয়তো উজ্জ্বল হবে কারো ভবিষ্যৎ। কে বলতে পারে?

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ