সোনেলা ব্লগ ডটকম এর সকল সম্মানিত ব্লগার/লেখকবৃন্দকে আমার ভক্তিপূর্ণ নমস্কার জনাই।

আশা করি এই স্বনামধন্য ব্লগের সকল সম্মানিত ব্লগার/লেখকবৃন্দ আমার ভক্তিপূর্ণ নমস্কার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন।

সম্মানিত লেখকবৃন্দ, আমি আপনাদের ব্লগে নতুন। এখানকার  অনেককিছুই আমার অজানা, অনেক মুখ আমার অচেনা। আশা করি যদি কিছু লিখতে পারি, আমার লেখার মাধ্যমে সমাজকে কিছু দিতে পারি, তবে হয়তো ধীরেধীরে সবার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠবে আশা করি।

তবে হাঁ, আপনাদের এই স্বনামধন্য সোনেলা ব্লগে আমার আত্মপ্রকাশ ঘটেছে যাদের সহায়তায়, তাদের পরিচয় না দিলে কি হয়? মোটেই না।

একজন ব্লগ ডট বিডিনিউজ২৪ ডটকম এর নাগরিক সাংবাদিক ব্লগার/লেখক সম্মানিত মজিবর রহমান। মজিবর রহমান দাদা’র পরিচিত এই ব্লগের ব্লগার/লেখক সম্মানিত মনির হোসেন মমি  দাদা’র হাত ধরেই এই ব্লগে আমার আত্মপ্রকাশ। তাদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেসাথে এই ব্লগের সম্মানিত ব্লগপোষক মহোদয় ও ব্লগটিমকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই ব্লগে কিছু লিখতে চাই, সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আশা করি।

জয় হোক বাংলার ব্লগার!/লেখকবৃন্দের, জয় হোক সোনেলা ব্লগের।

৮১৭জন ৮১৭জন

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ