কষ্টের জল

শাহ আলম বাদশা ২৫ জানুয়ারি ২০১৭, বুধবার, ১০:১০:২৭পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

সজনেপাতার ফাঁকে চড়ুইপাখির প্রেম
কিংবা পায়রার ঠোঁটে ঠোঁটে মধুচুম্বন
দেখে আমারও জাগে সাধ, গড়ি প্রণয়
আর প্রেমের কাব্যসম্ভার লিখে যাই।

কিন্তু “আব্বু ওঠো, কথা কও” অবুঝশিশুর
কাঁদোকাঁদো আধোবোল আমায় ভীষণ ভীষণ
নাড়া দেয় তাড়া দেয়, বলে- লেখো না এখন
প্রেমের কাব্য কবি, এ নয় প্রেমের সময়?
অকারণ বুলেট-গুলি, সূতীক্ষ্মচাকুর ফলায়
হঠাৎ ঝরে যায় যে অবুঝশিশুর পিতৃপ্রেম
দু’চোখজুড়ে বয় কলিজার তাজাখুন–
তা-ও কি দেখবে না, লিখবেনা কি তা-ও!

নিথরপ্রেমিকের বুকে আছড়ে পড়ে রুদ্ধবাক
কত না পবিত্রপ্রেমের এমন অবুঝফসল?
নিরেটজমিনও শুষে নেয় সেই কষ্টের জল
তুমিও কি নেবে না কবি, কিছুকান্নার ভাগ!

২৮১২জন ২৮১২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ