অনেকদিন পর ব্লগে লিখতে আসলাম | আমি ব্লগে খুবই অনিয়মিত থাকায় কেউ কেউ মাইন্ড করেন | গত একলেখায় এক ভদ্র মহিলা কমেন্টের অংশে লিখলেন.. আমি কেন তাদের লেখায় কমেন্ট দেই না ?
প্রিয় বন্ধুরা আমি মুটেই প্রফেশনাল ব্লগার নই,লেখকও নই |আমি একজন ফুল টাইম অতি ক্ষুদ্র ব্যবসায়ী |যিনি এই কমেন্ট করেছিলেন,আমার লেখায় একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছিলেন,এজন্য কিছুটা রাগেই ব্লগে না লিখে ফেইসবুকে নিয়মিত যাপিত জীবন নিয়ে লেখা -লেখি করি | আজ ভাবলাম,সব সময় সবজায়গায় কিছু নেগেটিভ মাইন্ডের মানুষ থাকবেই,এগুলো এড়িয়ে চলাটাই উত্তম |
মূলত আমি একসময় অন্যান্য ব্লগে লিখতাম, আমার এক ব্যারিস্টার বন্ধু অনেক দিন আগে এই সোনেলা ব্লগের কথা প্রথম বলেছিল ; এই ব্লগটা আমার কাছে ভাল-লাগার প্রথম কারণ রাজাকারের আন্ডা বাচ্চা মুক্ত | এজন্যই এখানে আসা |আর শ্রদ্ধেয় জিসান ভাই প্রথম দিকে আন্তরিক সহযোগিতা করেছেন ; যা সব সময় মনে থাকবে |যাই হোক –আজকের মূলবিষয় বস্তুতে ফিরছি |
আগামী কাল সোমবার লন্ডনে ঈদ | সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা |
পবিত্ৰ ঈদ নিয়ে আসুক আনন্দের বার্তা |প্রতিদিনের জীবন যাপনে আমরা সবাই ভাল থাকব -হাসি-খুশি মাখা বিনোদন মুখর ঈদের আনন্দ সবার মাঝে ভাগ-ভাগি করব, এরকম প্রত্যাশা নিয়েই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ||
আমি যখনই দেশে যাই,ভুলেই যাই বিলেতে আবার ফিরে আসতে হবে | এখানেও যে সংগ্রামী যাপিত জীবন আছে,বেমালুম ভুলে যাই ! খুব ইচ্ছে ছিল এবার কোরবানির ঈদ দেশে করব,আসলে সব কিছু ইচ্ছা করলেও হয় না |
যদিও বিলেতের প্রতিটা শহরে ছোট ছোট বাংলাদেশ আছে,এখানেও ঈদের নামাজের বিশাল-বিশাল ব্যবস্থা আছে-দেশীয় আমেজও কিছুটা আছে ; তার পরেও নিজের দেশকে -বাড়িকে -প্রিয় মানুষের মায়াবী-ঈদের নতুন জামা-পড়া হাসি মিস করব |
সব চেয়ে বেশি মিস করব–আমার বাবা কে,মা কে যারা তিলে তিলে আদর্শ আর একটা শৃঙ্খলিত মায়ার আঁচলে বড় করেছেন -আমাদের সব ভাই বোনদেরকে |
মা অসুস্থ থাকায় গত কিছুদিন আগে প্রায় মাস খানেক দেশে ছিলাম | মা অসুস্থ তারপরেও
লন্ডনে ব্যাক করার আসার কয়েকটা দিন আগেও আমাকে বলেন, ঈদের জন্য পাঞ্জাবি নিয়ে যাইস দেশ থেকে |
আমি ভুলে গিয়েছিলাম ; মায়ের কথায় – জনাব আব্দুল হাই ভাইকে সাথে নিয়ে খুবই পছন্দের রুচিশীল কালারের ৫ টি পাঞ্জাবি সিলেটের কিছু ভাল পাঞ্জাবির দোকান থেকে কিনেছিলাম নিজের জন্য | বিলেতে পাঞ্জাবি-টাঞ্জাবী পড়ার সুযোগ কই ?
তবে আমি যত ব্যস্ত থাকি; শুক্রবার জুম্মার নামাজ মিস করি না | তাই মাঝে মাঝে পাঞ্জাবি পড়ে নামাজ পড়তে খুব ইচ্ছে করে | এখানে বলে রাখা ভাল,বাংলাদেশ থেকে প্রচুর সার্ট-পেন্ট এখানে আসলেও চাহিদা মত পাঞ্জাবি পাওয়াটা খুবই কষ্টকর | বিলেতের পাঞ্জাবি গুলো বেশির ভাগই পাকিদের কোর্তার মত আর তথা কথিত আরোবিয়ানদের তোফ | যা আমার মুটেই পছন্দের পোশাক নয় | তাই কিছু অতিরিক্ত পাঞ্জাবি এ যাত্রায় নিজের জন্য দেশ থেকে নিয়ে আসলাম |
এই ঈদে মিস করব সব প্রিয় বন্ধুদের | যাদের সাথে এযাত্রায় দেশে ক্ষনিকের জন্য হলেও পুরানো কিছু অতীত ফিরে পেয়েছিলাম |
বিশেষ করে “জয়” কে |সে খুবই ব্যস্ত একজন সিভিল আইনজীবী হওয়ার পরে প্রায় প্রতিদিন তার মক্কেলদের বাদ দিয়ে আমাকে সময় দিয়েছে, যা সত্যি খুব কঠিন কাজ |
মিস করব-কাশেম আজাদ ,গোলাম ছোবহান চৌধুরী দীপন ,ইকবাল হোসেন ,ডাক্তার আহমদ,সাহেদ,পুলক,আমিরুল ইসলাম,শামীম আহমেদ চৌধুরী সুমন,ফাতেহুল ইসলাম ফরহাদ,জাহাঙ্গীর হোসেন লিমন,টিটু,জাহাঙ্গীর আলম,জাকারিয়া সহ অনেককেই |
প্রিয় ভার্চুয়াল দুনিয়ার সব বন্ধু—সুখ -দুঃখ -আনন্দ যেমন প্রায় প্রতিদিন তোমাদের সাথে ভাগ ভাগি করি -ঠিক একই ভাবে ঈদের আনন্দেও তোমাদের সাথে থাকার প্রতিশ্রুতি রইল |ভোগে নয় ত্যাগের মহিমায় পবিত্ৰ ঈদ আমরা উৎযাপন করব,এটা হোক আমাদের প্রত্যাশা |
ধন্যবাদ
আবারও সবাইকে ঈদের নিরন্তর শুভেচ্ছা …
সবার ঈদ অনেক অনেক আনন্দে কাটুক …
আলমগীর হোসাইন
ম্যানচেস্টার,ইংল্যান্ড |
৯টি মন্তব্য
সঞ্জয় কুমার
ঈদ মোবারক ।
মোঃ মজিবর রহমান
হ্যা ভাই, মতভ্যাদ থাকবেই। তাই চলে জাওয়া নয়, ফিরে আসবেনই। শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা রইল।
চাটিগাঁ থেকে বাহার
ভোগে নয় ত্যাগের মহিমায় পবিত্ৰ ঈদ আমরা উৎযাপন করব,
এটা হোক আমাদের প্রত্যাশা |
লীলাবতী
সোনেলা খুব ছোট ব্লগ। আমরা একে একটি পরিবারেত মতই ভাবি। পরিবারের একে অন্যের প্রতি আবদার, অধিকার, দাবী হিসেবেই নেন আপুর সেই কমেন্ট। এখানের কেহই প্রফেশনাল নন। সবাই মনের সন্তুস্টির জন্য এখানে লেখেন। ব্লগের পরিচালকরা নিশ্চয়তা দিয়েছেন যে সোনেলার পরিবেশ শান্ত রাখবেন, ছাগু মুক্ত রাখবেন। একারনেই এখানে আসেন সবাই। আপনার বন্ধু সঠিক ব্লগকেই চিনিয়েছেন আপনাকে।
আপনার মা এর দ্রুত আরোগ্য লাভ কামনা করি।
ঈদ মোবারক ভাইয়া। লন্ডনে কেমন কাটালেন ঈদ তা লিখে একটি পোস্ট দিয়ে জানাবেন আশাকরি। শুভেচ্ছা আপনাকে -{@
নীলাঞ্জনা নীলা
প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক। আপনার মায়ের সুস্থতা কামনা করছি।
আপনি লিখেছেন এক ভদ্রমহিলা আপনাকে বলেছেন কেন অন্যদের লেখায় মন্তব্য করেননা আপনি। আপনি নাম বলে দিতে তো পারতেন যে এ কথা আমি-ই বলেছিলাম।
যাক ভালো থাকুন।
আলমগীর হোসাইন
নীলাঞ্জনা নীলা !!
আপনি আবার কমেন্ট করে বিরাট মনে পরিচয় দিলেন !! জী,ম্যাডাম মা একটু ভাল আছেন, পুরাপুরি,এখনও সুস্থ নাহ | মার্ জন্য সব সময় ভীষণ মন খারাপ থাকে ; ঈদে খুব বেশি মিস করেছি মা ও বাবা কে -আইনি জটিলতার জন্য
মা -বাবাকে লন্ডন নিয়ে আসতে পারছি না,বড়ই আফসোস !!
কথা দিলাম এখন থেকে যখনই ব্লগে ডুকব আপনার লেখা অবশ্যই পড়ব | একটা -দুটা কমেন্ট দিব !! খুশিতো !
#লীলাবতী…
অনেক ধন্যবাদ অনেক গুছিয়ে কথা বলেন আপনি !! শুভ কামনা অবিরত !!
#চাটি গা থেকে বাহার, আপনাকেও ঈদের শুভেচ্ছা জনাব !!
#মজিবর ভাই ঈদের শুভেচ্ছা রইল, কামনা ভাল থাকবেন প্রতিদিন !
#সঞ্জয় কুমার আপনাকেও ঈদের শুভেচ্ছা
ব্লগার সজীব
ভাইয়া সোনেলায় আমরা চাই, কেউ যেন গেষ্ট না হয়ে থাকেন এখানে। আমাদের সবার সাথে মিলেমিশে একাত্ম হয়ে থাকেন। এই চাওয়া থেকেই নীলাদি এমন মন্তব্য করেছেন। আপনাকে আঘাত করার জন্য না। ওনার লেখা গুলো পড়লেই বুঝা যাবে যে কতটা আন্তরিক মানুষ উনি, ব্লগে লেখা এবং মন্তব্যে কতটা আপন করে নেন উনি। আমিও একসময় অন্য ব্লগে লিখতাম। এক বন্ধুর মাধ্যমে সোনেলার সন্ধান পেয়েছি। তখন থেকেই এখানে। অন্য ব্লগে আর যাইনি। লেখার মাঝে আনন্দ বিলাই, নিজস্ব মনে হয় এই ব্লগকে। সোনালা ব্লগ কর্তৃপক্ষও মনে হয় চান না এটি খুব বড় একটি ব্লগ হোক, সোনেলার কোন প্রচার নেই দেখে এই ধারনা হয়েছে আমার। নিরিবিলি শান্ত একটি পরিবেশ, এটিই যেন আমার এই সোনেলা বাড়ি।
আপনার মা দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই দোয়া করি। প্রবাসে ঈদ নিশ্চয়ই আনন্দময় হয়েছে।ঈদ মোবারক -{@
প্রজন্ম ৭১
ঈদ মোবারক আলমগীর ভাই। কেমন আছেন? (y)
আলমগীর হোসাইন
ধন্যবাদ সবাইকে