বাচ্চা মাত্রই কিউট, পৃথিবীর সব প্রাণীর বাচ্চাই কিউট হয় এটা প্রমানিত !! যদিও আমার বোন প্রায়-ই একটু আক্ষেপ দেখায়।
“সাপের বাচ্চাও কি কিউট??”
“কেন নয়? ডিম ফুটে যখন বের হয়ে মুখটা উপরের দিকে উঠিয়ে কন্ট্রোল ছাড়াই যখন মুখটা ডানে বামে দোলাতে থাকে তখন মনে হয় একটা আদর দিয়ে পকেটে রেখে দেই ”
“চামচিকার বাচ্চা?”
“অবশ্যই কিউট” -_-
” শুয়োরের বাচ্চা? ”
” ভাগ তুই, ভাগ এইখান থেকে” >:(
” তোর বাচ্চার কথা জিজ্ঞেস করতেই এতো রাগ, হায় রে মোর কপাল !!?? এই রকম কিছু বলেই দৌড়ে পালিয়ে যায় 😀
তবুও কিছু কিছু বাচ্চা আছে যারা যত বড় হয় কিউটনেস না কমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ফারিয়া নামে একটা মেয়ে ছিল এমন, আমাদের পাশের বাসায় থাকত। সুইটনেস মারাত্তকের-ও ২ ডিগ্রী উপরে বোধয়, ক্লাস টুতে পারে!! একদিন স্যার পড়াচ্ছিল তাকে…
“সূর্যমুখী ইংরেজি হচ্ছে সান ফ্লাওয়ার। বলত কি মা?”
“সান পেলোয়ার”
” সান পেলোয়ার না মামনি সান ফ্লাওয়ার। আবার বল?”
” সান পেলোয়ার”
” পেলোয়ার নাতো ফ্লাওয়ার, ফ্লাওয়ার!! ফ্লাওয়ার!! সূর্য ইংরেজি সান! কি? ”
” সান”
” হ্যাঁ, আর ফুল ইংরেজি ফ্লাওয়ার!! কি মা?”
” ফ্লাওয়ার!!”
” গুড, এখন বল সূর্যমুখী ইংরেজি কি?”
” সান পেলোয়ার!! ” :v
যাই হোক, ফারিয়ার মত সুন্দর একটা ছোট কিউট আর লাজুক বাচ্চাকে সারাদিন তাকিয়ে তার খেলা দেখতেই ভালো লাগত!! কিন্তুু আমার কখনই কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে নাই!! কারও ইচ্ছা করে না। কেন করে না, তা আমার জানা নাই, তার রহস্যভেদ কখনই হয় নাই!!
😀 😀
১৫টি মন্তব্য
ইঞ্জা
পেলোয়ার :D)
শাওন এরিক
😀
আবু খায়ের আনিছ
শেষের লাইনগুলো মানে কিছুই বুঝলাম না।
শাওন এরিক
ঐটাই আসলে রহস্য! যেটার ব্যাখ্যা বের করা যায়নি 😀
গাজী বুরহান
বাচ্ছারা কিউটই হয়।
শাওন এরিক
আমি একমত! 🙂
বাচ্চারা! মুজা নোংংরা করতো!!
নীলাঞ্জনা নীলা
:D) :D)
সান পেলোয়ার। :D) :D)
শাওন এরিক
😀
মৌনতা রিতু
কি বোঝাতে চাইলেন বুঝি নি। ছোট যে কোনো বাচ্চাই সুন্দর, ফেরেশতা। ওদের আধো আধো উচ্চারন খুব ভাল লাগে।
আমি তো রেকর্ড করে রাখি।
শাওন এরিক
আমি একমত!! 😀
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার,
আপনার ‘ কালা জাদু ( সেইরাম কালা )’ পোষ্ট টি নীতিমালা ভঙ্গ করেছে। আপনি বলেছেন যে নীতিমালা আপনার জানা ছিল না। প্রথমবার এই ভুল টা করেছেন আপনি। অজানা থাকতেই পারে।
নীতিমালা প্রতি পৃষ্ঠার একদম নীচে আছে। এখানে ক্লিক করে পড়ুন > https://sonelablog.com/tac/
আপনি এখন যা করতে পারেন> পোষ্টটি খসড়া থেকে কপি করে পুনরায় পোষ্ট করুন, নতুন পোষ্ট হিসেবে।
নীতিমালা মেনে সোনেলাকে সহযোগিতা করুণ।
শুভ ব্লগিং -{@
শাওন এরিক
দুঃখিত! অত্যন্ত দুঃখিত!!
আবু খায়ের আনিছ
ভাইয়া, আপনার সেই পোষ্টের মন্তেব্যর কারণে আমার অদেখা মন্তব্য এখন আর যাচ্ছে না, দয়া করে লেখাটা পুনরায় পোষ্ট করুন, এবং আমাকে এই ঝামেলা থেকে উদ্দার করুন।
জিসান শা ইকরাম
কিউট একটা পোষ্ট, তবে শেষের লাইন কটি এখানে কেন এলো বুঝলাম না।
শুভ কামনা।
শাওন এরিক
শেষটুকু ইগনোর করা যাবে! 😀