বাসে বসে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার পর, বিরক্ত হয়ে নেমে যাবার সাথে সাথেই বাস ভুস
করে ছেড়ে দিবে। এটাতো জানা কথা।
আর না নেমে যতই ধৈর্যের পরীক্ষা দেন, বাস
এতো সহজে ছাড়বেনা। যা হোক, অকাজের
কথায় আসি…
একজন আধাপাকা লোক বাসের হেঙ্গার ধরে ঝুলে আছেন। খুব সম্ভবত তিনি এই শহরের না, বেচারার তুরাগ বাসে চড়ার অভিজ্ঞতা নেই। হেঙ্গার ধরে কিছুতেই জুইত পাচ্ছেননা। ঝাঁকুনির সাথে সাথে হেঙ্গারের চারপাশে ঘুরপাক খাচ্ছেন।
– আঙ্কেল আপনি এই সিটে বসেন,আমি দাড়িয়ে যেতে পারব, অসুবিধা নেই।
লোকটা বসতে বসতে বললেন,
– না তোমাদের আবার কি অসুবিধা, তোমরা জোয়ান মানুষ,কি ঠিক বললাম? হা হা হা
তা তোমার নাম কি?
-জি!! আমার নাম শৌভিক!
-কৌশিক?
-না! না! শৌভিক, শৌভিক মুসাব্বির!
-তা কই পড় তুমি বাজান?
-আমি বুয়েটে পড়ছি।
-বুরেট?
-জি-না বুয়েট… Bangladesh
University Of Engineering &
Technology.
লোকটা খশখশ বগল চুল্কাতে চুল্কাতে বললেন,
-তা তোমার রোল কত বাজান?
-জী-ই-ই-ই-ই-ই?
-রোল কত, রোল, রোল!!! আচ্ছা কওয়া লাগবেনা। বুচ্চি বেশী পরালেখা করো না, রোল নাম্বার জিগাইতেই চমকায় গেলা। আমার মেয়ে- বুচ্ছ, চৌহাদ্দি সরকারি কলেজে পড়ে, বেজায় ব্রিলিয়ান। সরকারি কলেজে টিকসে বুঝইতো অবস্থা! ফাইভে একটা সাবজেক্টের জন্য ফাস্ট ডিভিশন পায় নাই। তা তুমি কার কাছে প্রাইভেট পড়?
-জী, আমি প্রাইভেট পরি না।
-পড়বা কই, ঢাকায়তো সব কোচিং ব্যবসা। আমাদের গ্রামের সালাউদ্দিন মাষ্টার হইল আসল মাস্টার। মাস্টার্সে অঙ্কে সেকেন্ডক্লাস। পুরা গ্রামের ইজ্জত। নাম শুনছোতো ওনার নাকি?
-জী শুনলামতো… আগে জানলে ওনার
কাছেই পড়তাম, অঙ্ক !!!! :p
-এতো সোজা না, ওনার কাছে পড়তে সিরিয়াল দেয়া লাগে। তো তোমার নামটা কি জানি বল্লা?
কৌশিক মুসিব্বত??
-জী-না শৌভিক মু…(থামিয়ে দিয়ে)
-শৌভিক মুহব্বত, তাইতো?
-জী আঙ্কেল, মুহব্বত!! মুহব্বত !! :v
শৌভিক মুসাব্বির বাস থেকে নেমে হাসতে হাসতে চায়ের দোকানে যেতে লাগল। ঐ দোকানে পেট টেপুয়া কলা পাওয়া যায়, বিচি-ওলা, আজকে আছে কিনা কে জানে!
শৌভিক আমার জেলা স্কুলের অনেক ভালো বন্ধু। ২০১০ সালের বুয়েট ভর্তি পরিক্ষায় অষ্টম হয়ে-এ EEE- তে পড়ছে এখন। আমার এই দোস্তটা এখনও
জানেই না, অহঙ্কার জিনিসটা কি? ওর কাছে একবার চাইলেই ও ওর তৈরী সবচেয়ে গোপন
নোটটা দিয়ে দিবে। খালি একটাই
সমস্যা……
ওকে রোল নাম্বার জিজ্ঞেস করলে- বলবে না। :p :p :p
৩১টি মন্তব্য
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়, শুভেচ্ছা নিবেন। -{@
বিভাগ নির্বাচন এর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। শুভ কামনা, লিখুন, পড়ুন।
শাওন এরিক
এইতো শিখছি একটু একটু করে 🙂
আবু খায়ের আনিছ
শুভ কামনা। -{@
শাওন এরিক
ধন্যবাদ! 🙂
মেহেরী তাজ
এটা আপনার প্রথম পোষ্ট?
তাইলে সোনেলায় স্বাগতম।
একটা সময়ের পর থেকে আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেনো আপনার রোল নম্বর সেই হাজারের উপরই থাকবে! আবার রোল নম্বর সেই একটা হবে তাও না। রোল নম্বর হবে দুইটা। একটা ক্লাস রোল আর অন্য টা পরীক্ষার রোল। যেমন আমার ক্লাস রোল ৪৯৩৫। এই রোল বাবা-মা র সামনে বলি কি ভাবে!
বেশ মজার পোষ্ট হয়েছে।সামান্য যে সমস্যা সেটা হলো গল্প টা কবিতা আকারে হয়ে গেছে! নতুন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
শাওন এরিক
আপনার সাথে সম্পূর্ণ একমত!! 🙂
আসলে অকারণে কারো রোল নাম্বার জিজ্ঞেস করাটাই অন্যায় আমার মতে! :p
ব্লগার সজীব
সোনেলায় স্বাগতম -{@
প্রথম লেখা হিসেবে ভাল একটি রম্য নিয়ে আসলেন। লেখুন নিয়মিত, অন্যের লেখা পড়ুন। আপনার গল্পটির লাইনের বিন্যাস এমন হল কেন? কিভাবে এমন লিখলেন বলবেন কি? লিখতে গিয়ে কোন সমস্যা হলে জানাবেন, যে কোন ব্লগার সমস্যার সমাধানের পথ বলে দেবেন। বিভাগ নির্বাচন সোনেলা বার্তা হবে না। রম্য হচ্ছে সাহিত্যের অংশ, তাই সাহিত্য আলাদা ভাবে দেয়ার প্রয়োজন নেই।
শাওন এরিক
কিভাবে যে লেখার বিন্যাস এমন হলো, নিজেও বুঝতে পারছিনা!! হাহা
আপনাকে ধন্যবাদ, অনেকগুলি তথ্য বাতলে দেয়ার জন্য!
সমস্যা হলে অবশ্যই জানাবো!
আপনার জন্য অশুভকামনা 🙂
জিসান শা ইকরাম
ভাল লেগেছে, স্বাগতম এখানে।
শাওন এরিক
আপনার জন্যেও অশুভকামনা রইল!
শাওন এরিক
আমি অত্যন্ত দুঃখিত!! টাইপিং মিস্টেক হয়েছে!! edit বা delete করার নিয়ম জানিনা!! আবারো sorry…
অনেক অনেক শুভকামনা রইল ভাই 🙂
শামীম আনোয়ার আল- বেপারী
দারুন লেখা তবে লেখাটা কবিতার মতো লাগছে , আরো ভালো হতো যদি সাজিয়ে লিখতে পারতেন। ওয়েলকাম সোনেলায়।
শাওন এরিক
এই যে শিখলাম, এখন থেকে ঠিক হয়ে যাবে! 🙂
আপনার জন্যে শুভকামনা !
মৌনতা রিতু
প্রথমেই অনেক অনেক শুভকামনা রইল, সোনেলায় স্বাগতম।
প্রথম পোষ্টে অনেক ভালোলাগা রইল। চমৎকার ভাবে উপস্থাপন হল। আসলে গ্রামের এইসব সাধারন মানুষ বোঝে না। তারা প্রতিষ্ঠান বোঝে না, বোঝে রোল নাম্বার। এমন পোষ্ট লিখতে থাকুন।
শাওন এরিক
ঠিকই বলেছেন! 🙂
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল!
মিষ্টি জিন
সোনেলায় স্বাগতম
প্রথম পোষ্টের জন্য শুভকামনা ।
শাওন এরিক
ধন্যবাদ মিষ্টি জিন !!
আপনার জন্যেও আন্তরিক শুভকামনা 🙂
নীলাঞ্জনা নীলা
স্বাগতম সোনেলায়।
লিখুন, পড়ুন এবং মন্তব্য করুন।
শাওন এরিক
আপনাকে ধন্যবাদ! (:
ইলিয়াস মাসুদ
খুব মজা পেয়েছি,সোনেলায় স্বাগতম,লিখুন সাথে অন্যের লিখাকে উৎসাহিত করুন
শাওন এরিক
অবশ্যই!! 🙂
লীলাবতী
মজার পোষ্ট, স্বাগতম। আপনার এ লেখায় মন্তব্যের জবাব দেবে কে শুনি? আমি দিতে পারবনা, আমার এত টাইম নাই :p
শাওন এরিক
হা হা হা হা….
লীলাবতী
এমন মজার পোস্ট আবার কবে পাচ্ছি? 🙂
শাওন এরিক
এ কি বলছেন! আমি ইতিমধ্যে আরো বেশ কয়েকটি দিয়েছি! 🙂
ইঞ্জা
স্বাগতম সোনেলায়, তা আপনার রোল নম্বর কত? :p
শাওন এরিক
লল! ইঞ্জা! 😀
ইঞ্জা
:D)
শাওন এরিক
আমি খুবই অবাক হয়েছি কমেন্টগুলি পড়ে। 🙂 একেবারে নতুন এবং প্রথম লেখা হিসেবে এটা দেয়ার আগে আমি একবারো ভাবিনি কেউ সেটা পড়বে। আগে বুঝলে অবশ্যই যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলতাম।
আজকের আগে আমি ভাবিওনি আমি সোনেলা ব্লগে লিখব! হ্যা! এখন না লিখে আর উপায় কি?
আপনাদের সঙ্গে রয়ে গেলাম! আপনাদের সবার লেখাগুলি ঘুরে দেখা শুরু করছি তাহলে.. :-]
শুন্য শুন্যালয়
তা বাজান তোমার রোল নাম্বারটা কতো? :D)
আপনার এই পোস্ট দেখে আমার এখন মনে হচ্ছে সোনেলায় রোল নাম্বার সিস্টেম চালু করা উচিৎ। আমরাও তো এইখানে নেকাপড়া করি তাইনা? 😀
স্বাগতম সোনেলায় আপনাকে ভাই। লেখাপড়া মন দিয়ে করবেন। 🙂 -{@
শাওন এরিক
নেকাপড়া ক্রে যে, গাড়ি ঘ্রা চ্রে সে!! \|/