ঈশ্বর

এজহারুল এইচ শেখ ৪ আগস্ট ২০১৩, রবিবার, ১১:০৫:৩৫পূর্বাহ্ন বিবিধ ৫ মন্তব্য

বলিনি কখনও,
ভাবনাদের তারে মেলে দিয়ে,চোখ দুটো রাস্তায়
ফেলে রাখো,
দিনরাত এক করে ,থালার ভাতে মাছি বসিয়ে
না খেয়ে থাকো,
দাঁড়িপাল্লা তুলে ফোনে রক্ত আনো, কখনও একটুও বলিনি…

একবারও এটাও কিন্তু বলিনি,
টিকিট কাঊন্টারে গিয়ে লাইনে দাঁড়াও,পাশের সিটে এসে পায়ে পা রাখো,
চোখে বসে গোপন- মানচিত্র আঁকো, আর এক জমি ত্রিশবার মাপো,
চলকে যাক আসমুদ্র হিমাচল, একবারের জন্যেও বলিনি…

এ যাবৎ এও বলিনি,
এককাপ চা মুখের কাছে এনে দিয়ে পাশে এসে বসো, প্রতিবেশীর গল্প বলো,
আর সাদাকাগজ গুলো লাল আগুনে জ্বলুক,বাগিচা সমেত চাষি পুড়ে যাক! বলিনি এ যাবৎ…

নতজানু হয়ে অখন্ড হৃদয়ে,
সকাল সন্ধ্যায় কায়ার ছায়ার দিকে
মুখ ফিরিয়ে আমি বলেছি,
তুমি-ই এক ও অদ্বিতীয়!

@ বাড়ি,
তারিখ-০৩/০৮/১৩
সময়-২ঃ৫১ দুপুর

৬৪১জন ৬৪১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ