মনের দুকখে রাস্তায় রাস্তায় হাটিতেছিলাম। অবশেষে এক ছিঃনেমা হলের সামনে আইসা থমকাইলাম! সাকিব খানের ছবির এক বিশাল পোষ্টার টাঙ্গাইয়া রাখিয়াছে। নামের আগে তাহার ক্যাবলা মার্কা চেহারা নজর বন্দি হইলো। সাথে কাবিলা, অপু, ওমরসানি আর অমিত হাসান! ছিঃনেমার নাম ” রাজা “।
বহুকাল পর হল ছবি দর্শন করিবার খায়েশ মনে জাগিলো! ব্ল্যাক টিকিট হাতে এক বিড়িখোর আসিয়া কহিলো ” মামা একটা টিকিট আছে লইয়া যান, সামাজিক ছবি দেইখ্যা ফেলান! মনের দুকখো ভুলিবার নিমিত্তে বেশ কিছু টাকা খর্ছা করিয়া হলের ভিতরে এন্ট্রি দিয়াছিলাম|
যাইয়া দেখি অভিনয় শুরু হইয়া গেছে! হল ভর্তি চেয়ার মানুষ খুবই স্বল্প! সাকিব খানের ছবির বড়ই আকাল যাইতেছে! বেচারা বইসা বইসা অভিনয় করিয়া হাতির বাচ্চার মতো হইতেছে দিন দিন!
সামাজিক বলিয়া ভিতরে ঢুকছিলাম! যাইয়া দেখি উল্টা! এক হট বালিকা, তারচেয়েও হট কাপড় পড়িয়া কোমর দুলিইয়্যা নৃত্য করিতেছে! তাহার পশ্চাৎদেশ এতই চওড়া যে বিআরটিসির দুইটা সিট তাহার জন্য একাই যথেষ্ঠ!
ছবি ভর্তি বিনোদন! বলিয়া শ্যাষ করিবা সম্ভব নহে আমার মতো অলসের জইন্য।
মূল থিমটা কইতাছি!
সাকিব খান ছবির নাম অনুযায়ী রাজা, আর অপু ছবির নাম অনুযায়ী রানী, ওমরসানী তার মদন টাইপ ভাই! আর অমিত হাসান হইলো গিয়া ভিলেইন্যা।
তাহাদের দীর্ঘ দুই ঘন্টার সার্কাস জুড়িয়া একটা বিষয় শিখাইলো এবং দেখাইলো যে দালালের মাধ্যমে বিদেশ ভ্রমন করিবার স্বপ্ন দেখা আর গভীর রজনীতে বাঁশ খাওয়া একই কথা!
সাকিব খান অমিত হাসান কর্তৃক ধোঁকা খাইছে! আমেরিকা পাঠাইবো কইয়া দশজন লোকের ব্যবস্থা করিতে বলে! সাকিব ওরুপে রাজা তাহার ব্যবস্থা করিতে সক্ষম হৈল। ৮০ লক্ষ টাকা দিয়া দশজন লোক আমেরিকা পাঠাবে ভাবা যায়! অমিত হাসান এক ভন্ড বাবা তাহার ডায়লগ হইলো ” ইয়া বাবা ” বাচন ভঙ্গি দেখিয়া মনে হইবো দীর্ঘদিন যাবৎ কষ্টকাঠিন্য রোগে ভুগিতেছে!
আমেরিকা যাইতে না পারিয়া অপু ওরুপে রানী সাকিবের উপ্রে চটিয়া যায়! প্রতিশোধ নিবে বলিয়া অমিত হাসানের দলে যোগ দান করিয়া ফেলে। ( মূর্খ বালিকা :@ ) সুযোগ পাইয়া অমিত ওরুপে “ইয়া বাবা ” রানীরে ছোট জামা কাপড় পরাইয়া নিজের ধান্ধাবাজি শুরু করিয়া দিলো! আবার একই সাথে তাহার বাড়ন্ত যৌবনে হাবুডুবু খাইলো! মনে মনে তাহারে বিয়া করিবার স্বপ্ন দেখিয়া রাখিলো।
এইবারের টার্গেট গুলসানের এক বখে যাওয়া বালক! যতবারই তাহারে দেখাইলো হাতে একটা মদের বতল থাকেই! আজব ক্যেরেক্টার! গুলসান ২ এ তাহার একটা ডুফ্লেক্স বাড়ি আছে ! ইয়া বাবার সাথে তাহার কনট্রাক হইলো তিন কোটি টাকা দিবে বিনিময়ে সে অপু ওরুফে রানীরে বিয়া করিবার সার্টিফিকেট পাইবে! :p
ছোট পোষাকের রানীরে দেখিয়া হলের দর্শক যেই চিৎকার দিয়াছিলো তখন বুঝিয়াছিলাম এই হ্লার পোর মনের ভিতরে বাসর ঘরের সিন শুরু হইয়া গেছে!
এই দিকে হিরো রাজা, রানীর ভালোবাসা! রাজা রাজ বাঁশ খাইয়া তো মাইন্ধ্যা চিপায় ফাইস্যা গেছে! রানী রাজারে দেখতে পারে না! সে মরে বিরহের আগুনে! ;(
রাজার ভাই মদন ওমরসানী জনগনের হাতে একটা রাম ধোলাই খাইলো রক্তের সম্পর্কের দোষে! অবশেষে এলাকার চেয়ারম্যান আইয়্যা জনগনরে ঠান্ডা করে।
মদন ওমরসানী হাসপাতালে বইয়্যা বইয়্যা কান্দে। ছাব্বিশ হাজার টাকা বিল হইছে ক্যামতে দিবে! এক টাকাও তার কাছে নাইক্যা! অবশেষে রাজা তারে ফোন দিয়া ঘটনা যাইনা সুপার ম্যান গতিতে আইয়্যা পড়ছে। আইসা ডাক্তারের বিল না দিয়াই তারে দাড়ি মোছ্ লাগাইয়া ডাক্তারের বলদ বানাইয়া ভাগছে!! 😀
অবশেষে সে প্রতিশোধ নিবে! নিলো বাংলা ছবির প্রতিশোধ পর্ব গুদামঘর ছাড়া হয় না! সেই গুদামঘরে অমিত হাসান অপু বিশ্বাস ওরুপে রানীকে লুটিত রানীতে পরিণত করিবার চেষ্টা করিছিলো! দর্শকের দর্ষণ পর্ব যে এত ভালো লাগে তাহা হাতে নাতে প্রমান পাইলাম! তয় সাকিব খানের এন্ট্রি হওয়ায় পাব্লিক চুপসায়া গেল! সাকিব কামরুখার পীর সাজিয়া আসিয়াছে!
অমিতরে পুসলাইয়া পাসলায়া অপুর জুতা দিয়া মালিশ করিলো! সেইরাম ডলা সহ্য করছে অমিত! কিন্তু মালিশ করিতে করিতে তাহার আলগা মুছ খশিয়া পড়ে! পরে দুইপক্ষ মারামারি চলিলো! বাংলা ছবির নিয়ম অনুযায়ী পুলিশ শেষে ক্যামতে জানি খবর পাইয়া যায়! এইখানেও ব্যতিক্রম হয় নাইক্যা! শেষ সময়ে এন্ট্রি দিয়া খরচাপাতি আর বাড়াইতে দেয় নাই! অবলা ডাম, বাক্স, আয়না ভাইঙ্গা কি ফয়দা!!
অবশেষে সবকিছু ঠিকঠাক! তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো।
বাংলা ছবি দেখলে কখনো টাকা লস হয় না :p পেলাস মন খারাপ থাকে না।
২৫টি মন্তব্য
অনিকেত নন্দিনী
বাংলা ছবির প্রতিশোধ পর্ব গুদামঘর ছাড়া হয় না। এক্কেরে হাচা কতা। (y)
বাংলা ছবির দর্শকের ধর্ষণ পর্ব যে কত ভালো লাগে তা বলিয়া বুঝাইবার নহে। বাংলা ছবির দর্শকগো লাফ দেইখ্যা মনে হয় সুযোগ পাইলে এরা হইবো ধর্ষক মাগার মুখে মুখে এরা বৃহন্নলা সাকিবাপু। :p
“বাংলা ছবির নিয়ম অনুযায়ী পুলিশ শেষে ক্যামতে জানি খবর পাইয়া যায়! এইখানেও ব্যতিক্রম হয় নাইক্যা! শেষ সময়ে এন্ট্রি দিয়া খরচাপাতি আর বাড়াইতে দেয় নাই! অবলা ডাম, বাক্স, আয়না ভাইঙ্গা কি ফয়দা!!” হা হা গ খা :D)
মুহাম্মদ আরিফ হোসেইন
😀
ধর্ষন দর্শন করিবার এক পৈশাচিক আনন্দ আছে বোধ হয়!
সুশীল আর কুশীল কেউ বাদ পড়ে না! কারো আন্দার রাইত, কারো দিনের আলো।
পুলিশ আসার সিস্টেম নিয়া আমি বাচ্চাকাল ধইরাই চিন্তত!
খবর পায় ক্যামতে!
একসময় দিলদার নিয়া আসতো, অন্যসময় নিজেরা একাই চলিয়া আসে!
কপদের নাকে ক্রাইমের গন্ধ পাওয়ার. কোন যন্ত্র আছে বোধহয় :D) :D)
অনিকেত নন্দিনী
“কপদের নাকে ক্রাইমের গন্ধ পাওয়ার. কোন যন্ত্র আছে বোধহয়”
:D) :D) :D)
মন ভালো করতে খালি রাজা দিয়া কয়দিন চলপে? রাজার লগে উজির নাজির সেনাপতি (রাণীর কথা বাদই দিলাম) লাগপেনা?
মুহাম্মদ আরিফ হোসেইন
রাজার উজির না!!
তবে চক্রান্তকারীর উজির ছিলো! কাবিলা, কমেডিয়ান কাজল!
লেখা যাইতো। তবে ধৈর্য্য যে কম 😀
জিসান শা ইকরাম
আপনার রাজার রিভিউ পড়ে মনে হচ্ছে, মন ভাল করার জন্য বাংলা ছিঃনেমার বিকল্প নাই
আপনি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিলেন
এমন সামাজিক ছিঃনেমার আরো রিভিউ চাই 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ইয়ে মানে তা দেয়াই যায়!
তয় টিকেটের টাকা টা … :p 😀
জিসান শা ইকরাম
আবার টিকিটের টাকা কি? ভিলেনকে খবর দিতে হয় তাহলে 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
একদিন আমি নায়ক হবো।
দুইহাতে ভিলেন পিটাবো 😀
রিভিউ দিবো ভাই। সুযোগ পাইলেই দিবো। 🙂
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
মুহাম্মদ আরিফ হোসেইন
ব্যপক বিনোদন পাইলেন মনে হয়? :p :D)
নীলাঞ্জনা নীলা
মারাত্মক! হাসতে ভালোবাসি। 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
আর আমি হাসাইতে।
তবে জোকার হওয়ার ইচ্ছা নাই 😀
শুভ মালাকার
* ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
** সৃষ্টির শুরু থেকে আজ অবদি কোনো দেশ কিংবা জাতী-ই প্রথম বারেই সফলাতায় পৌছতে পারেনি, তার জন্য প্রয়োজন প্রচেষ্টা, চিন্তা-চেতনা আর পরিবেশ। (একটা কথা মনে রাখতে হবে; মানুষও একসময় অসভ্য ছিল)
*** সমালোচনার পাশা-পাশি পরামর্শ-ও কার্যকর হবে বলে মনে করি।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন আপনি। -{@
মুহাম্মদ আরিফ হোসেইন
তা বটেই।
আপনার সমালোচনা কি নিয়া সেটা তো বুঝলাম না।
আপনার কি কোনভাবে মনে হইছে আমি দেশ নিয়া কিছু উল্টা পাল্টা বলেছি?
মানুষ অসভ্য ছিলো এটা দ্বারা ও বা কি বুঝালেন?
শুভ মালাকার
* ক্ষমা করবেন!
** কোনো কাজ সম্পন্ন করের জন্য মূহুর্তে-ই চিন্তা-চেতনার পরিবর্তন করতে হয়, সেটা কোনো ছোট কিংবা বড় কাজ হোক না কেন।
*** সৃস্টির শুরু থেকে চিন্তা করলে বুঝা কিংবা জানা যায় যে, হাজারো রকমের পরিবর্তন হয়েছে যেমন; শিক্ষা, সংস্কৃতি আর পরিবেশের দিকে তাকালেই তার উপলব্দি হয়। (প্রকৃতপক্ষে- আমি দেশ সম্পর্কে কিছু বলতে চাইনি, বলতে চেয়েছি ছবির ধরনের কথা সেটা উন্নয়ন মূখি হতে পারত, কিনবা সমাজের কোন বিশেষ দিক সম্পর্কে হতে পারত) আর তাই ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো ও হয় তো আগামী দিনে আরো উন্নত হতে পারে।
মুহাম্মদ আরিফ হোসেইন
অবশ্যই দিন দিন উন্নত হবে।
আর আমিও দুঃখিত বুঝতে পারি নি আপনার মন্তব্য প্রথমে।
পরিবর্তন হবে সেটা ঠিক আছে। তবে বাংলাদেশী ছবির বিষয়টা কিন্তু অন্যরকম। একসময় কিন্তু ভালো ছবি নির্মান হইতো।! এখন হচ্ছে না, তেমন ভালো অভিনয় শিল্পী ও এখন আর নাই।
আমার কাছে সালমান সাহ্’র মুভি কালেকশন আছে। কি দিন ছিলো তখন! বেচারা মরে যাওয়ার পর সিনেমা আর মাথা তুলে দাঁড়াতে পারি নাই। মাঝখানে তো শুধু নোংরা ছবি তৈরি হইতো। সিনেমা শব্দটা তখনই ছিঃনেমা হয়ে যায়।
সাকিব খান যেসব ছবি করে তা কারা দেখে সেটা হলে না গেলে বুঝানো সম্ভব নয়। :p
তবে একদিন পরিবর্তন হবে, নতুন কারিগর আসবে! নতুন অভিনয় শিল্পী আসবে।
আমরা সেই দিনের অপেক্ষায়।
মিথুন
বাংলা সিনেমা দেখলে মন খারাপ থাকেনা, এইটা দারুন বলেছেন ভাইয়া। 😀 বিনোদনের জন্যে হলেও আমাদের সিনেমা দেখা উচিৎ। মজা পেয়েছি ব্যাপক 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
অবশ্যই দেখবেন।
গতকাল ব্রেকআপ?
আর নেই চিন্তা, দেখুন বাংলা সিনেমা আর প্রাণ খুলে হাসুন :p
স্বামী বিদেশ? সময় দেয় না?
আর নেই অলস ভাবনা, দেখুন বাংলা সিনেমা :p
অপার্থিব
আগে প্রথমআলোর আলপিন ফান ম্যাগাজিনে “ছিঃনেমা’ নামের একটা বিভাগ ছিল, খুব ভাল লাগতো। সেই বিভাগটির কথা মনে পড়ল।
মুহাম্মদ আরিফ হোসেইন
প্রথম আলোর রস আলোতে তো মনে হয় এখনো মাঝেমধ্যে প্রকাশ করা হয়।
তবে সিনেমা নির্মাতারা এখন সমালোচনা নিতে পারে না। কেইস কইরা দেয় ;(
ড্রথি চৌধুরী
একসময় দিলদার নিয়া আসতো, অন্যসময় নিজেরা একাই চলিয়া আসে!
কপদের নাকে ক্রাইমের গন্ধ পাওয়ার. কোন যন্ত্র আছে বোধহয় :D) :D) :D) :D)
মুহাম্মদ আরিফ হোসেইন
😀 😀
আপনি এমন গড়াগড়ি করে হাসেন!! :p
ছাইরাছ হেলাল
এমনতর সিনেমা দেখা হয় নি বহু কাল,
আপনার লেখা পড়ে আপডেট নিলাম, মাঝে মাঝে হলে মন্দ হয় না।
মুহাম্মদ আরিফ হোসেইন
🙂 🙂
অবশ্যই!
একটা কথা, আমি আপনার এত ছোট এত ছোট যে আপনি করে বললে আমার ভালো লাগে না।
তুমি কইরা কইলে খুশি হইতাম।
ছাইরাছ হেলাল
এবার থেকে নিয়মিত লিখতে ও পড়তে শুরু করুন,
পড়াশোনার ফাঁকে ফাঁকে।