দুই রঙের জল— আবৃত্তিটি শুনতে এখানে ক্লিক করুন। আবৃত্তি করেছেন মনিকা আহমেদ
কী এমন ক্ষতি হতো আমার বা তোমার
যদি সত্যি তোমাকে ভুলে যেতে পারতাম!
আমি বলতে পারতাম, আরেকদিন এসো
বলতে পারতাম, এদিকের জল-হাওয়া ভাল।
তুমিও তো ফিরে যেতে যেতে বলতে পারতে,
তোমাদের এদিককার আকাশটা বড় ঘন
ইচ্ছে করে দু’দিন আরো জিরিয়ে নিই ঘাটলার জলে।
আমি বলতে পারতাম, আরেকটু থাকো।
ভেবেছিলাম ভুলে যাওয়া কতই না সহজ
তুমি যাবে বনের দিকে আমি লোকালয়ে
মূলতঃ এখন আমার নির্জনবাস
ভুলে যাওয়ার সাধনায় আপাদমস্তক আচ্ছাদিত।
ভেবেছিলাম, কতদিন আর লাগবে ভুলতে—দিন, মাস, বছর?
সব ঘুরে ঘুরে আসে আর যায়, যায় আর আসে
তোমাকে বলতে পারতাম, যেও না—বলেছি, যাও
তোমাকে বলতে পারতাম, ভুলো না—বলেছি, ভুলে যাও।
৬টি মন্তব্য
মিসু
আবৃত্তি শুনতে শুনতে কবতাটি পড়লাম । মিশে গিয়েছিলাম যেনো লেখার মাঝে। অনেক ভালোলেগেছে ।
এই মেঘ এই রোদ্দুর
অনেক ভাল লাগল আপু । আপনি এখানে দেখে খুব ভাল লাগছে
জিসান শা ইকরাম
অনেক স্নিগ্ধ , কোমল ।
আবৃত্তি আর কবিতার পোস্ট এর কম্বিনেশনটা চমতকার হয়েছে ।
ব্লগার সজীব
অনেক ভালো লাগা জানালাম ।
শিশির কনা
খুব ভালো লেগেছে । মায়াবী লেখা ।
আদিব আদ্নান
পড়ার থেকে শুনতেই বেশি ভাল লাগল ।
এমন করে কত কিছুই না বলাতে থেকে যেয় ।