জন্মকুঁড়ে অন্তত

সালাহউদ্দিন সালমান ২৮ জুলাই ২০১৩, রবিবার, ০৪:২১:০১পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

জন্মকুঁড়ে অন্তরটার কথা জবানবন্দি দিয়ে পারলাম না বুঝাতে
জম্পেশ আড্ডায় মেতে রইলি তুই
অবুঝরে নিলিনা বুঝে তোর ভাগে!
আপন গ্রহে নিগৃহীত অতিশয় নিতল
বুঝেনা তোর কথার নিতম্ব বা ছল
নিছক নিসঙ্গতার উত্সরনে ভূগে ভূগে বিভাগী হলো চোখের নোনতা জল!

জাগরুক হয়ে জাগাতে পারতি বিভ্রম বিভুইয়ের স্বপ্ন ক্ষুধা
বিপ্রতীপ মনের বিভাটায়ও পারতিস টৈটুম্বর ভরে দিতে তোর সুধা!
মুষ্টিমেয় আলোর মুসাফির রাতে
মুরোদহীন মুমূর্ষু স্বপ্ন বাসনায় এখন রজ্জুবব্ধবস্থায়
ঝুলে ঝুলে দেখি জীবনের যতিরেখা আটকে আছে কোথায়!

৬৪৪জন ৬৪৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ