শরীরের কৌটায় ছটফট ছটফট, ভোমরার পরাণ –
শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয় লু হাওয়া ; বুকজুড়ে অগ্নিস্রোত জ্বালা
বলতো, মুক্তি কোথায় – কোথা গেলে মিলবে নির্বাণ।
ব্যাক্তিগত স্বর্গের সুরভী হাওয়া বয় –
ছুঁয়ে দিয়ে যায় ক্ষনিকের ভুলে ; তারপর
নেমে আসে সামাজিক নিয়মের কাথাফোঁড়
অগুনতি আটকে পরা দীর্ঘশ্বাস বুকের ভেতর
নিয়মের বিবর্ণ ঘাসসম ইটচাপা পরে রয়।
তবু জানি,
ভালোবাসা নিশ্চিত ফল্গুধারা হয়ে থাকে মিশে –
একদিন, এক মুহুর্ত অথবা একপল মাত্র
একইসাথে বাঁচবার অথবা মরবার আশ্বাসে।
– তোমার পাশে মরিবার বাসনা রাখি …..
৩২টি মন্তব্য
জিসান শা ইকরাম
একেই শিমুল স্পেশাল কহে
কে লিখবে এমন কবিতা
কবির নাম না থাকলেও বুঝে যাবো এটি কার কবিতা 🙂
আগুন রঙের শিমুল
দাদা, এইরকম ভালোবাসা মাখা কমেন্ট পড়লে আউলাইয়া যাই 🙁
লীলাবতী
ভাইয়া প্রথমে ফটোটার কথাই বলি।এত কিউট একটি ফটো দিয়ে মন ভালো করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আর ভালোবাসার এত সুন্দর একটি কবিতা দেয়ার জন্য আর একটি ধন্যবাদ 🙂
আগুন রঙের শিমুল
আপনাকেও এত্তগুলা ধন্যবাদ ডিয়ার ভত্তাবতী 🙂
লীলাবতী
স্বাগতম ভাইয়া -{@
বোকা মানুষ
আহ্!
আগুন রঙের শিমুল
ভাউ 🙂
নীতেশ বড়ুয়া
“সামাজিক নিয়মের কাথাফোঁড়” মারাত্মক আরশি ক্কাক্কা…
তুমি মানেই স্পেশাল কিছু পোস্ট 😀 -{@
আগুন রঙের শিমুল
(3 (3
নীতেশ বড়ুয়া
😀
ছাইরাছ হেলাল
তোমার পাশে মরিয়া ই বেঁচে আছি, মন্দ নয় ব্যাপারটি।
আপনার লেখা মানেই ভিন্নতায় ভিন্ন কিছু।
আগুন রঙের শিমুল
হ, মরিয়াই বেঁচে আছি অনন্তকাল
অতঃপর ভালোবাসার কোন কোন অবদান অস্বিকার করিবে 🙂
শুন্য শুন্যালয়
মিথ্যে বলবোনা, আপনার এবারের কবিতার প্রাণ ঐ ছবিটা। আর তার পূর্নতা হচ্ছে শিরোনাম।
বাকিটা বোনাস। 🙂
আগুন রঙের শিমুল
এই ছবিটা আমার অসম্ভব পছন্দ 🙂 ইনফ্যাক্ট এইরকম একটা ছবি আমার ছোটবেলায় তোলা ছিলো :p ছেলেটার মতো 🙂
শুন্য শুন্যালয়
ছবিটা কই এখন? দেখতে মঞ্চায় ভাইয়া।
রিমি রুম্মান
লেখার সাথে ছবিটা এত সুন্দর মিশে গেছে… ভালোলাগা রইল। -{@
আগুন রঙের শিমুল
ধন্যবাদ -{@
নীলাঞ্জনা নীলা
নিঃশ্বাস যেখানে অভ্যেসে শ্বাস নেয়, সেখানে ভালোবেসে ভালোবাসা না-পাওয়াও অভ্যেস।
তবুও নিঃশ্বাস শ্বাস নিতে চায় ভালোবাসার পাশাপাশি অবস্থান করে,
মৃত্যুও চায়।
কি সহজে ছড়িয়ে দিলেন এতো গভীর আবেগ ভেবে অবাক হই। মুগ্ধতা -{@
আগুন রঙের শিমুল
আর আমার কমেন্ট পড়ে মুগ্ধতা -{@
নীলাঞ্জনা নীলা
আমার কমেন্টে মুগ্ধ আপনি? পরম সৌভাগ্য আমার তাহলে। 🙂
আগুন রঙের শিমুল
মুগ্ধ না হয়ে উপায় কি বলেন, এই অভ্যাসের ভালোবাসার এইরকম সোজাসাপটা ব্যাখ্যা শুনলে মুগ্ধতা এসে যায় 🙂
মেহেরী তাজ
এতো ভালো লেখা নিয়ে লুকায়ে ছিলেন? কিভাবে?? 😮
আগুন রঙের শিমুল
লুকায়ে ছিলাম নাকি :p মাঝে মাঝে নেই হয়ে যাওয়া ভালো , ভালোবাসা টের পাওয়া যায় মেহেরীন 🙂
মেহেরী তাজ
আমি মেহেরীন না তো আমি মেহেরী, আলো।
মাঝেঝে মাঝে নাই হয়ে যাওয়া ভাল হলেও ভালোবাসা দেখার জন্য কষ্ট দেওয়া ভালো নয়।
আগুন রঙের শিমুল
আলো।
আচ্ছা, নিজের কষ্ট লুকানোর জন্য অন্যদের কষ্ট দিতে হয় – নিয়ম আছে 😀
মোঃ মজিবর রহমান
এইত ছবির
সঙ্গে কবিতার
অপূর্ব সুন্দর।
যান দিলাম মনে কবিতায়।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কু
আবু খায়ের আনিছ
জানি মরিতে হবে, কিন্তু তোমার আগে নয়
কিংবা তোমার পাশে নয়, জানি
আমার মৃত্যুর কষ্ট তোমার সহ্য হবে না
আমি স্বার্থপর হলেও তোমার কষ্ট আমার সহ্য হবে না।
আগুন রঙের শিমুল
পাশাপাশি একই সাথে , সেই ভালো তাইনা ?
আবু খায়ের আনিছ
সম্ভব হলে ভালো।
মিথুন
তোমার পাশে মরিবার বাসনা রাখি, আহা!কি সুন্দর কবিতা ভাইয়া, ছবিটাও সরছেনা চোখ থেকে, চমৎকার………
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কিউ মিথুন 🙂