
ধরণী আমায় কি দিয়েছে,
আমি ধরণীর কাছ থেকে কি নিয়েছি ?
কেন আমি সবার পরোয়া করব,
দেখনি সবাই আমার কি করেছে ???
সেই যে নৈশব্দের বিকট আঘাত
আজও থেমে আছে,
চলছে না এই ঘড়ি
কি করব এই ক্ষণে??
সারারাত এই বক্ষবন্ধনিতে
সর্পিল আকারে ঘূর্ণায়মান ছিলে তুমি,
কি চাই আজ জানিনা, বুঝিনা
সম্মুখে অগ্নিস্ফুলিঙ্গ, কু-পথ
চেয়ে নেব না ছিনিয়ে নেব
ছেড়ে দেব নাকি ছুঁড়ে দেব
কি করব এই ক্ষণে??
ছিল এখানে এক ভয়ানক জঙ্গল
ছিল বহু হিংস্র প্রাণী,
তুমি আর তোমরা মিলে
সব সাফ করে ফেললে
গড়ে নিলে তোমাদের নামে সভ্যতা।
কিন্তু কেও দেখেছ কি
সবার অলক্ষে,
এক সাদা পাখি লাল হয়ে গিয়েছিল
সে আর ফেরেনি জঙ্গলে
কেও তার ফেরা না ফেরার খোঁজ রাখেনি।
হে অপ্রকৃত মানবী,
জেনে নাও আমিও অপ্রকৃত
সমাজ, রেওয়াজ এসবের রীতিনীতিতে
কেন রক্ত ঝরাচ্ছ আমার ??
কখনও যে এমন লাগে
পৃথিবীর সব কালো আমায় বলে
ধ্বংস করে দে সম্মুখের সব
কি করে বলি এদের কাহিনি আমি ??
জ্বলছে আমার আত্মা
সৃষ্টিলগ্ন থেকে পরিচয়ের দাবিতে
তোমায় যাও বা পেলাম
তোমরা অস্বীকার করলে
কেও জানবেও না
কোথায় জ্বলে, কি জ্বলে ,
কেন টানছ সবাই আমার আত্মা ধরে ??
তবে আমার চাইতেও কি
আমার উপর তোমাদের অধিকার বেশি ??
রেখে যাও আমার অধিকার
আমার সামনে এখানে, এখনি…………
১০টি মন্তব্য
অরুনি মায়া
জীবন ভর শুধু ভেবেই গেলাম
কি চেয়েছি আর কি পেলাম
কখনো কি ভেবে দেখেছি কতটুকু পাবার যোগ্য ছিলাম,,,
চাওয়া পাওয়ার এত হিসেব কোষলে জীবন নামক ব্যাধির আরোগ্য কখনো হবেনা।
তানজির খান
মাসুদ ভাল হয়েছে লেখা। লিখতে থাকো,শুভ কামনা ।
মরুভূমির জলদস্যু
-{@ সারারাত এই বক্ষবন্ধনিতে
সর্পিল আকারে ঘূর্ণায়মান ছিলে তুমি,
কি চাই আজ জানিনা, বুঝিনা
সম্মুখে অগ্নিস্ফুলিঙ্গ, কু-পথ
চেয়ে নেব না ছিনিয়ে নেব
ছেড়ে দেব নাকি ছুঁড়ে দেব
কি করব এই ক্ষণে?? -{@
অসাধারণ
মাসুদ আলম
ধন্যবাদ। দোয়া রাখবেন।
তানজীর খান
মাসুদ আলম
ঠিকই এই জন্য জিবনের হিসেব ধনাত্মক বা ঋনাত্নক কোন দিকেই আর করছি না। অনুভুতিহীন অবস্থায় শুন্যের মাঝামাঝি অবস্থান নিয়েছি।
ভাল থাকবেন।
অরুনি মায়া।
অরুণিমা
কবিতায় বেশ গভীরতা আছে।
মাসুদ আলম
একটি গাছের গভীরতা তার শিকড়েই থাকে।
ধন্যবাদ অরুণিমা।
মাসুদ আলম
ধন্যবাদ।
মরুভূমির জলদস্যু
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর পড়লাম আপনার কবিতা। অবশ্য এমন লেখার জন্যে অপেক্ষা করা যায়।
ভালো লিখেছেন। (y)
মাসুদ আলম
ধন্যবাদ আপি। আসলে বেশি সময় করতে পারি না লেখার। আর লেখা আমার সবসময় আসে। অনুভুতি গভীর হলে লিখতে পারি।
ভাল থাকবেন।