আত্মজিজ্ঞাসা!

বোকা মানুষ ৩১ জুলাই ২০১৫, শুক্রবার, ১১:০৩:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১১ মন্তব্য

কে আমি? কি আমার পরিচয়? অদৃশ্য দেয়ালে মাথা ঠুকে ঠুকে একটাই প্রবল জিজ্ঞাসা আমার!

উত্তর মেলেনা!

কখনও কোনো এক অন্ধ বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দেই! ভাবছেন আমি বুঝি ফেরেশতা কোনো!

না!

এই আমিই অসহায়ের বাড়ানো ভিক্ষার হাতকে অবলীলায় করি উপেক্ষা!

আবার, একজন অচেনা কিশোরের কষ্টের কথা শুনেই আমার চোখ ভিজে আসে! অথচ, আমার বাড়ীর পাশের দোকানে কাজ করা ছোকরাটা যখন উদয়াস্ত পরিশ্রম করে, সেটা আমার চোখ এড়িয়ে যায় সহজেই!

বিশ্বাস করি স্রষ্টায়! অথচ প্রার্থনা করিনা। পান করি! দান করিনা!

কোনো মেয়ের প্রতি অবিচারে ক্ষোভে টগবগ করি! কিন্তু সুন্দরী মেয়ে দেখলে চেয়ে দেখি, কামনাও করি হয়তোবা তাকে!

আমি কি তবে?

জাজ্বল্যমান একটা হিপোক্রিট!

এছাড়া আর কি ই বা বলা যায় নিজেকে…!

৮১০জন ৮১০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ