প্রিয়তম…….

সীমান্ত উন্মাদ ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৪:২০:০৬পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

sonela

 

 

 

 

 

প্রিয়তম……..

 

আজ তোমার মন খারাপ বলে

আমার উঠোনে জোৎস্না ঝরেনি,

বিরোহী এক সন্ধ্যা কেটেছে

অনাহুত ব্যাথার রক্ত ক্ষরনে।

 

শুধু…………..

আজ তোমার মন খারাপ বলে

আমার আকাশে জমছে শ্রাবনি মেঘ,

ধুসর নয়ন যুগলে ঝরছে

অবারিত কষ্টের স্রোত-ধারা।

 

তুমি কি জানো…?

আজ তোমার মন খারাপ বলে

সন্ধ্যা পাখিরা সুখের কথন ছেড়ে

বিরোহের সুরে তুলেছে বেদনার ঝড়,

আমার হৃদয় কেঁদেছে দুখের আর্তনাদে।

 

তাই…………

অবাক ভালবাসায় জড়িয়ে নিয়েছি

আমি তোমায়, নিরবে বালুকাবেলায়।

সব দু:খ, ক্লান্তি দান করো আমায়

সুখের পরশ নিয়ে করো তুমি সমুদ্র-স্নান।

সমাপ্তিতে……….

সখী আর মন খারাপ থেকোনা।

না হলে মূত্যু করবে আমায় “আলিঙ্গন”।।

 

শুধুই কবিতা। কেন লিখলাম? কাকে লিখলাম? কি ভেবে লিখলাম? মস্তিষ্কে দেখি প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কিছুই নাই!! মাথাটা ইদানিং কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, মগজের সিরোটনিন ক্যামিকেলের উৎপাদন কমে গেছে মনে হয়, আর নতুন ক্যামিকেল উৎপন্ন না হওয়ায়, পুরুনো ক্যামিকেল দূষিত হয়ে গেছে বেশি, এতে সব এলোমেলো লাগছে। সময় মনে হয় ফুরিয়ে আসছে, কিন্তু কত কাজ বাকি!!

২১৬৯জন ২১৬২জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ