আজ এই মধ্যরাতকে পরিশ্রুত জলের মতো পান করি
হাজার বছরের নির্মাণ নিয়ে
গড়ে উঠেছে আমাদের শরীর
অব্যাহত উশ্রিতে
এখন সব নিয়ামক শক্তি
ঘাতকের ঘরে শুয়ে থাকে পাশবিক যন্ত্রণায়।
পেঁয়াজের মতো খুলে ফেলি গোপনের সবকটা খিল
ঈশ্বর পালিত মেঘের সমস্ত স্রোতে
নদীগুলো গতি পায়
তুমি ঘুমিয়ে আছো বিভ্রমে, অথচ
আজ জেগে থাকা ভীষণ জরুরি ছিলো
আমাদের প্রেমপ্রলম্বিত শ্রাবণ রাত্তিরে।
আজও অন্ধকার রাত্রির গভীরে ক্রমশঃ উড়ছে পাখি
ক্লান্ত সময়ের ভাঁজে
জড়িয়ে থাকা সাবলীল দুখণ্ড উরু
লুকিয়ে ঘুমায় অনবদ্য অহংকারে…।
কতিপয় সংঘাতের শেষে
মৃত্যুর মতো সমাহিত আমাদের মৌন শক্তি।
৯ জুলাই, ২০১৫
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি
ঢাকা, বাংলাদেশ।
৬টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
“মধ্যরাতকে পরিশ্রুত জলের মতো পান করি”
“পেঁয়াজের মতো খুলে ফেলি গোপনের সবকটা খিল”
বহুদিন পর রূপকাশ্রিত একটি কবিতা পড়লাম। পুরো কবিতা যেভাবে উপস্থাপন করা হয়েছে, উপমাগুলোও অনবদ্য।
মন ছুঁয়ে গেলো। (y)
সাতকাহন
ধন্যবাদ, নীলাঞ্জনা নীলা।
অনিকেত নন্দিনী
“তুমি ঘুমিয়ে আছো বিভ্রমে, অথচ
আজ জেগে থাকা ভীষণ জরুরি ছিলো”
প্রয়োজনের সময়েই এই বিভ্রমের ঘুম আমাদের গ্রাস করে নেয় কেনো?
খুব ভালো লাগলো। (y)
সাতকাহন
ধন্যবাদ অনিকেত নন্দিনী।
লীলাবতী
রুপক কবিতা ভালো লেগেছে ভাইয়া।
সাতকাহন
ধন্যবাদ, আফা।