কি গো গা-গেরামের মাতব্বর সাব ভালা আছেন নি ?
পুরা গেরাম তো চইষ্যা বেড়াইতাছেন আর ঘরে
বইস্যা তামুকের ডিব্বায় ঘুরুৎ ঘুরুৎ শব্দ তুলতাছেন ।
কাজে-কম্মে তো দ্যাহি জোতদারগোরেও ছাড়াইয়্যা গ্যাছেন !
কিন্তু রাখেন নি গা-গেরামের বেবাকের খবর ?
কি কইরা রাখবেন ! বাবুগো ঘ্যারান গাঁয়ে মাইখ্যা
একেবারে বাবু হইয়া গ্যাছেন ।
দুইডা দিন আগে ছিলেন তো মুন্সিপাড়ার দর্জি ,
চামার , নাপিত, আর কাঠের মিস্তিরি ।
ক্যাডাই বানাইছিলো আপনেগোরে মাতব্বর ?
আমরাই তো বানাইছিলাম নাকি ?
আপনেগোরে ন্যাতা বানাইছিলাম ,
গেরামের উন্নয়নের লাইগ্যা । কিন্তু এহন ,
এহন দ্যাহি বেবাকের প্যাডে লাথথি মাইরা ,
মুখের ভাত কাইর্যা লইতাছেন ।
এর ফল কিন্তু ভালা হইব না কইয়্যা দিলাম ,
পরের বার আমরাও দেইখ্যা লমু ।
আপনেদের চোখ পইলা পড়ে গরিবের থালের উপর ,
গেরামের ভাংগা রাস্তাগুলার উপর চোখ পড়েনা ক্যান !
কিসে পাইছে রাস্তার নাম-ধাম । রাস্তার নাম
যেইডা আছে সেইডাই থাক ।
শুধু হাঁডনের রাস্তাটুকু বানাইয়্যা দেন।
বরিষা আইলে খবর রাখেন নি ?
কতজন রাস্তায় আঁছার খাইয়্যা কোমর ভাঙছে, আর আঁন্ধারে হোঁচট খাইয়্যা নাক-মুখ ভাংগা লোকের সংখ্যা ! আর নাইবা কইলাম।
আহ-রে গেরামের মানুষগুলারে সোঁজা-সিধা পাইয়্যা
যেডা আপনেগো মনে কয় সেডাই কইরত্যাছেন ।
চুরুটে ধোঁইয়া তুইল্যা ভাবতাছেন –
আমরা কিছুই বুঝিনা !
আমরা বুঝি , সবকিছুই বুঝি । কিন্তু
আমাগো এহন কিচ্ছু করনের নাই ।
আর আপনেগো ক্ষ্যামতা আছে বইল্যা-
যা খুশি তা-ই … … … ! ছিঃ ছিঃ ছিঃ !!!
চিন্তা কইরেন না সময় একদিন আমাগোরও আইবো ,
মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু ।
২৩টি মন্তব্য
সোনিয়া হক
সময় আর কবে আসবে ভাইয়া ?
স্বদেশী যোদ্ধা
উপযুক্ত সময় যেদিন হবে ।
তানজির খান
ভাল লেখা,বারুদের গন্ধ আছে।
স্বদেশী যোদ্ধা
https://sonelablog.com/wp-content/plugins/smilies-themer/MDC/2.gif
স্বদেশী যোদ্ধা
সত্যি বলছেন !
খেয়ালী মেয়ে
“সময় একদিন আসবে” এই বাক্যেটাকে আমার কাছে মনে হয় র্দূবল মানুষদের খুব র্দূবল একটা হাতিয়ার, নিজেদেরকে মিছে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না……………..
স্বদেশী যোদ্ধা
না দিদি । দূর্বল শক্তিগুলোই একদিন একত্রিত হয়ে বৃহৎ শক্তিতে পরিণত হবে । আর সেই শক্তিগুলোই একদিন বিষ্ফোরিত হয়ে বিপ্লব ঘটাবে । সমাপ্তি ঘটাবে শোষনের । আর দুর্বলদের সেই দূর্বল হাতিয়ারই এক দিন ব্রহ্মাস্ত্রে পরিণত হবে ।
খেয়ালী মেয়ে
এটাই চাই…..
স্বপ্ন
অপেক্ষায় থাকলাম 🙂
মিথুন
গ্রামীন লেখা এতক্ষন কন্টিনিউ করা কঠিন। ভালো লেগেছে। সময় আর আসবেনা না ভাইয়া 🙁
স্বদেশী যোদ্ধা
আসবেনা জানি । তবুও আশা রাখি ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অপেক্ষায় সময় আসাবার।
ব্লগার সজীব
আমরা তাদের নেতা বানাই,মাতব্বর বানাই,আর আমারাই হই নিষ্পেষিত।সিষ্টেম পাল্টাতেই হবে।
স্বদেশী যোদ্ধা
হু, পাল্টাতেই হবে সেই পুরানো সিস্টেম ।
লীলাবতী
সেইদিন টি কবে আসবে ভাইয়া? 🙁
মেহেরী তাজ
হ্যা সময় তো আসবেই। কিন্তু তেনারা আবার বুকে জড়ায়ে আমাদের সব কিছু ভুলায়ে দিবেন…..
ইমন
সমসসাটা সেখানেই। সবাই দেইখা নেয়ার হুমকি দেয়। এবং আসার পরে আসলেই দেইখা নেয়।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন
ভালো পোষ্ট।
স্বদেশী যোদ্ধা
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ দাদা ।
অনিকেত নন্দিনী
“সময় একদিন আমাগোরও আইবো ,
মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু।” নির্যাতিত আর নিপীড়িতদের কাছে সেই সময় কি আদতে স্বেচ্ছায় আসে কোনোদিন? নাকি স্রোতের বিরুদ্ধে লড়াই করে নিয়ে আসতে হয় সেই সময়?
স্বদেশী যোদ্ধা
অবশ্যই স্রোতের বিরুদ্ধে লড়াই করে ।
শুন্য শুন্যালয়
এই সময় আর আসবেনা রে ভাই। আশা তো করিই।
খুবই ভালো লাগলো লেখাটা। মাটি আর বারুদের গন্ধ একসাথে। (y)
স্বদেশী যোদ্ধা
ধন্যবাদ ।