কাউকে মিস করলে সে কি বুজতে পারে

শিপু ২ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ১০:২০:৫৩পূর্বাহ্ন বিবিধ মন্তব্য নাই

miss-you-28a1

আজকের আকাশে চাঁদ নেই তার পরও আকাশটা দেখতে অনেক চমৎকার লাগছে।প্রতিদিনের ন্যায় আজও ছাদে একা একা হাটছি হটাৎ তোমার sms তাতে লেখা  I       miss       you আচ্ছা কাউকে ভিশন মিস করলে সে কি বুজতে পারে তাকে  কেউ মিস করছে ? যদি বুজতে নাই পারে তবে এত বছর পর কেনইবা হটাৎ আজই sms করবে! আর প্রতিটি word এর মাঝে এত দূতত্বই বা কেন তবে কি ভুলটা ওরই ছিল ?আর ভাবতে পারছি না……..

১৪৯৯জন ১৪৯৯জন
0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ