অন্ধ ছন্দের মন্দ সাঁজ

মাসঊদ্ ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০২:৫৬:০৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

অন্ধ ছন্দের মন্দ সাঁজ

-মন্মথ মাসঊদ্

 

 

 

নকল শিকল তোমার, বারবার হেরে, পড়েছি।
কষ্টের অবশিষ্ট তোমার, বারবার খুঁজে, গুঁজেছি।

নীরবতার কথা আমার, সবার কানে, শুনেছি।
বন্য চিহ্ন আমার, সবার পানে, ছিনেছি।

বেতালে তালি তোমায়, মানায় না, মানাবে না।
তিক্ত ব্যক্তি তোমায়, ভালোবাসায় না, ভালোবাসে না।

মরুর তরু আমায়, কাঁদায় না, মানা।
আমি তুমি আমায়, তোমায় সাঁধে না, বাঁধে না।

(চৈত্র ১৬, ১৪২১)

৪৮৪জন ৪৮৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ